ডাকে নাক কাঁপে পাড়া
ভুঁড়ি ছোঁয় আকাশে,
জগা দা ঘুম যায়
দখিনা বাতাসে।
নাকে আঙুল দিয়ে
বের করে ময়লা,
চক চকে সাদা দাঁত
রোজ মাজে কয়লা।
চিনি ছাড়া চা খায়
বেশ বড় আওয়াজে,
থু থু ছেড়ে কথা কয়
গন্ধটা কি বাজে!
তিন মাস কাচে না
ঘামে ভেজা জামাটা,
দাঁড়ি গোঁফে একাকার
ঢেকে গেছে মুখটা।
নখ গুলো বড় বড়
মনে হয় ডাস্টবিন,
পিক দিয়ে ঘর ভরে
বউ বকে প্রতিদিন।
হাহাহা। মজার ছড়া পদ্য প্রিয় কবি।
অনেক ধন্যবাদ।
জগাদার বউ মরিলে আমি বলিব বেচারি বাঁচিয়া গেল।
আহা! তাহলে যে বেচারি বিধবা হইবে!
বাড়িতে ২/১ টা এমন জগা'দা থাকলে তাদের বৌদের কপাল খুব ভাল বলিয়া মনে করিতে হইবে!
সে বড়ই ভাগ্যবতী,
জগাদাই তার একমাত্র গতি।
জগা দা। আমার আশেপাশে এই চরিত্রটি সর্বদাই অসাধারন পেয়েছি।
একি বললেন ভাই,
নিস্তার তবে নাই!
শব্দনীড়ে এসে মনটা ভালো হয়ে গেলো।

সেকি বলেন ভাই,
মন তো নিজেই জানে না তার-
কখন কোনটা চাই!