অপবর্তন


আঙুল ফুলে কলা গাছ,
চুনো পুঁটি সে ও মাছ।
দেখি অকাল পক্কতায়,
না বালিকাও মা হয়!

সতীন দেখে গা জলে,
বিয়ের আগে তিন ছেলে!
আশির পরেও বুড়ো ভাম,
করতে শাদী ঝরায় ঘাম!

শনি শনি আট দিনে,
বাপের জমি নেয় কিনে।
দাদার আগে গজায় গোঁফ,
বিবেক বুদ্ধি পায় বিলোপ।

চোরের তো নেই শ্বশুর বাড়ি,
থাকুক যতই বাড়ি গাড়ি।
সে তো আপন স্বভাব দোষেই,
ভরা হাটে ভাঙে হাড়ি।

ঠাণ্ডা লেগেই গরম জ্বর,
জন্মের পরে মা ও পর!
উত্তেজনার এই শহর,
কুরুক্ষেত্র স্বামীর ঘর!

খেজুর পাতার বাজল বাঁশি,
মন্ত্রী কন্যাও শুনে দাসী।
রাজপুত্রের জন্ম দিনে,
আনল খাসি বাকী কিনে।

8 thoughts on “অপবর্তন

  1. 'শনি শনি আট দিনে,
    বাপের জমি নেয় কিনে।
    দাদার আগে গজায় গোঁফ,
    বিবেক বুদ্ধি পায় বিলোপ।' ___ চমৎকার পদ্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Laugh at.gif.gif

    1. দোয়া করবেন। যেন কন্টিনিউ করতে পারি।

      ভাল থাকবেন।

    1. হয়তো! হয়তো না! নিজেকে বিশ্লেষণ করার ক্ষমতা আমার নেই।

      ধন্যবাদ।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_bye.gif

  2. আপনি দেখি সরল সত্য ফাঁস করে দিয়েছেন মি. নুর ইমাম শেখ বাবু। :)

    1. কাউকে না কাউকে তো বলতে হবে।

      আজকাল সবাই প্রেম আর প্রকৃতি নিয়েই ব্যস্ত। সমাজের অসঙ্গতি নিয়ে কারো কোন মাথাব্যাথা নেই। জানিনা ঠিক করছি কি না! এগিয়ে যাবার চেষ্টা করছি শত ব্যস্ততার স্রোতে ভেসে আপনাদের প্রেরনা নিয়ে।

      অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানবেন মুরুব্বি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।