কুকুর চোখ
শহরের প্রাণী কেমন জানি আজব,
ত্রিনয়ন পেশী- নর্দমার জল, তিতলি মেঘী বিজলি-
তবু মাঝে মাঝে পুষা প্রাণী কুকুরও
বিশ্বাসঘাতক হয়।
বুঝাই যায় না; পাগল হওয়ার আগে চিকিৎসা
না করে ছেড়ে দিলে এমনিতেই কামড় বসাবে!
এটাই কি স্বাভাবিক- অস্বাভাবিকের কিছু নয়-
শুধু কুকুর চোখ;
আর কত সতর্ক হবো; অকৃতজ্ঞতার পশু থাকে
তাহলে তরুলতার রাজ্যে কুকুর বিশ্বাসঘাতকতা
করবেই বরং তারা কোন বংশ জাতের-
বালায়ী ছিল না-
সুযোগ পেলেই-
জঙ্গলের সুগন্ধ নিতে ছুটে চলে কুকুর চোখ।
১৫-১০-১৮
————
শহরের প্রাণী শুধু নয়; শহরের সব মানুষও কেমন জেনো। আসলে ওদের দোষ না দিয়ে; বরং এটা বলা ভাল আমরাই আমাদের নিজেদের পাল্টে নিচ্ছি। যা কাম্য নয়।
জ্বি দিদি সঠিক বলেছেন
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন————-
বিদগ্ধ কবি, যাতনায় ক্ষয়ে যায় নিত্য!!!!!
তবুও কবিতা বাঁচে, জীবন বাঁচে,,,,,,,,,

জ্বি মান্নান দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন————-
দারুণ উপলব্ধির বহিঃপ্রকাশ।
অনেক ভাল।
ধন্যবাদ।
কবিতায় অনেক অনেক শুভেচ্ছা প্রিয় বাউল কবি মি. সরকার। শুভ সকাল।