মানুষরূপী অসুরের বংশ ধ্বংস হোক

মানুষরূপী অসুরের বংশ ধ্বংস হোক

মা দুর্গা এসেছ তুমি দশভুজা ত্রিনয়না রূপে
সাথে এসেছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ,
গড়ে তুলবে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে দুর্গ
অনিষ্টকারী অসুরের বংশ করো দিবে শেষ।

তুমি মা দূর্গা, চণ্ডিকা, যোগমায়া, অম্বিকা
বৈষ্ণবী, মহিষাসুরসংহারিণী, নারায়ণী,
মহামায়া কাত্যায়নী, দশভুজা, অষ্টাদশভূজা
অষ্টভূজা, মহিষাসুরমর্দ্দিনী, তুমিই দুর্গতিনাশিনী।

তুমি আসো বারে বারে আশ্বিন শরতে
ক্ষণে আসো বাসন্তী ক্ষণে দূর্গা সেজে,
তুমি আসো জীবের দুর্গতি করতে দূর
তাইতো চারদিকে এতো ঢাক-ঢোল বাজে।

মা দূর্গা পার্বতী নারায়ণী সিংহবাহনী
এবার মর্তে আসছ মর্তে তুমি ঘোড়ায়,
মর্তের মানুষরূপী অসুর বধ করে
বিজয়াদশমীতে গমন করবে দোলায়।


পূজার দিনক্ষণ:
মহালায়া ৯ই অক্টোবর, বুধবার
মহাপঞ্চমী ১৪ই অক্টোবর, রবিবার,
মহাষষ্ঠী ১৫ই অক্টোবর, সোমবার
মহাসপ্তমী ১৬ই অক্টোবর, মঙ্গলবার।

মহাঅষ্টমী ১৭ই অক্টোবর, বুধবার
মহানবমী ১৮ই অক্টোবর, বৃহস্পতিবার,
বিজয়া দশমী ১৯শে অক্টোবর, শুক্রবার
তুমি আসবে জীবের দুর্গতি নাশে বারবার।

তোমায় স্মরণ করি মন্ত্রপাঠে–
ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেন সংস্থিতা…
নমোস্তেসৈ নমোস্তেসৈ নমোস্তেসৈ নমো নমো…

১৬/১০/২০১৮ইং

ছবি হাজারীবাগ দুর্গা মণ্ডপ থেকে নিজের তোলা।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

12 thoughts on “মানুষরূপী অসুরের বংশ ধ্বংস হোক

  1. মানুষরূপী অসুরের বংশ ধ্বংস হোক

    শারদ শুভেচ্ছা প্রিয় মানুষ মি. নিতাই দা। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আপনার মন্তব্যের প্রত্যুত্তরের মাধ্যমে ব্লগের সবাকে  শারদীয় শুভেেচ্ছা  জানালাম । আশা করি দেবী দুর্গার অশেষ কৃপায় সবাই ভালো থাকবে। আপনিও ভালো থাকবেন শ্রদ্ধেয় প্রিয় কবি দাদা।

      1. ধন্যবাদ নিতাই বাবু। আমাদের সকলের ভালোবাসা জানবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. "তুমি মা দূর্গা, চণ্ডিকা, যোগমায়া, অম্বিকা
    বৈষ্ণবী, মহিষাসুরসংহারিণী, নারায়ণী,
    মহামায়া কাত্যায়নী, দশভুজা, অষ্টাদশভূজা
    অষ্টভূজা, মহিষাসুরমর্দ্দিনী, তুমিই দুর্গতিনাশিনী"।

    -পুজোর শুভেচ্ছা নিন !

    1.  আপনার পরিবারের সবার প্রতি শারদীয় শুভেেচ্ছা। আশা করি দেবী দুর্গার অশেষ কৃপায় সবাই ভালো থাকবে। আপনিও ভালো থাকবেন শ্রদ্ধেয় দাদা।

    1. শারদীয় শুভেচ্ছা রইল। আশা করি মা দুর্গা্র আশীর্বাদে ভাল থাকবেন।

  3. একরাশ গোলাপ শুভেচ্ছা জানিয়ে গেলাম নিতাই দা। আজ সপ্তমী'র দিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. শ্রদ্ধেয় রিয়া দিদি আপনাকে শারদীয় শুভেচ্ছা ।আশা করি ভাল থাকবেন।

  4. মানুষরূপী অসুরের বংশ ধ্বংস হোক। মা সহায়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. ধ্বংস হোক সমাজের সকল অত্যাচারী মানুষরূপী অসুরের বংশ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।