অতিষ্ঠ


করেছো অতিষ্ঠ হয়েছে অনিষ্ঠ,
দেহগুলো ক্লিষ্ট প্রাণ অবশিষ্ট।
সবুজ এই স্বর্গ প্রীতি ভরা অর্ঘ,
যুদ্ধের দুর্গ লাশে ভরা মর্গ।

সুখ অফুরন্ত স্বপ্ন অনন্ত,
করেছো অশান্ত বেদনা দুরন্ত।
স্বার্থের তেষ্টা ব্যর্থ চেষ্টা,
রসাতলে দেশটা আছে কি শেষটা?

ত্যাগের স্বাধীনতা শহীদের শোকে গাঁথা,
মুখে দেশপ্রেম কথা আড়ালে বর্বরতা।
মিথ্যা প্রতিশ্রুতি ভ্রান্তির অনুভূতি,
জনমনে জমা ভীতি চায় পেতে নিষ্কৃতি।

মেনে নেয়া দুরুহ সহদরে কলহ,
বিপদ সমূহ প্রাণ ভরা বিরহ।
অশান্ত পরিবেশ আছে কি পরিশেষ?
ছড়িয়েছে বিদ্বেষ অবিচারে নিঃশেষ।

তুমি বল সন্ধি প্রাণ ভরা ফন্দি,
হলে প্রতিদন্ধি জনগণ বন্দী।
জাতি পদপিষ্ঠ করেছো অনিষ্ঠ,
সয়ে সয়ে ক্লিষ্ট হয়েছে অতিষ্ঠ।

6 thoughts on “অতিষ্ঠ

  1. কবিতায় ছন্দ আছে, অর্থ আছে, কাট টু কাট নির্মেদ শব্দের ব্যবহার আছে … সবই আছে। যেমন কবিতাকে আমরা ক্লাসিক ঘরানার বলি; ঠিক তার সবই আছে। গুড। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. অনেক ধন্যবাদ মুরুব্বী।

    খানিক সমস্যায় পড়েছি।

    আমি ইচ্ছে করলেই কোন মন্তব্য মুছে ফেলতে পারছি না। আর মন্তব্যে ছবি যোগ করতে পারছি না।

    1. মি. বাবু। আপনি নিজ পোস্ট ব্যাতিত অন্যের পোস্টের কোন মন্তব্য মুছতে পারবেন না। আর মন্তব্যে ছবি যোগ পানির মতো সহজ। যে কোন গুগল অথবা ভিন্ন লোকেশনের ইমেজ এ আপনার মাউসের রাইট বাটন ক্লিক করে … Copy Image Location সিলেক্ট করুন। তারপর এই মন্তব্য বক্সের Image চিহ্নে Ctrl+V চাপুন। ছবি চলে আসবে। ট্রাই করে দেখতে পারেন।

      ধন্যবাদ।

  3. জনমানুষের পিঠ দেয়ালে ঠেকলে সরকার আর মানুষের বন্ধু থাকে না।

  4. রাষ্ট্রের অনাচার মানুষকে দ্রোহের দিকে ঠেলে দেয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।