ইট পাথরের নগরী
আড়মোড়া ভাংছে শহর
আড়মোড়া ভাংছে সূর্য
কি আছে এই ইট পাথরের নগরীতে?
তবুও ফিরে আসতেই হয় এখানে, জীবন সংগ্রামে;
মাঝে মাঝে যখন অসহ্য হয়ে যাই
কিছু সবুজ নিয়ে আসি
সবুজের বুকচিড়ে
মাঝে মাঝে কিছু নীল নিয়ে আসি
আকাশে উড়ে উড়ে, সাগরে ঘুরে ঘুরে
মাঝে মাঝে সোঁদা মাটির গন্ধ নিয়ে আসি
গ্রাম নদী ঘুরে ঘুরে, নিঃশ্বাস বুকভরে;
তারপর আবার আমি পথর হয়ে যাই
ইট পাথরের নগরীতে;
তোমরা একে জীবন্ত শহর বলো
আমার কাছে মৃত নগরী।
আপনার লেখা গুলোন বাস্তব জীবনে আমরা যেমনটা করে ভাবি অনেকটাই তার কাছাকাছি। শুভেচ্ছা জানবেন জীবন বাবু।
ধন্যবাদ রিয়া
কি আছে এই ইট পাথরের নগরীতে?
তবুও ফিরে আসতেই হয় এখানে, জীবন সংগ্রামে;
আমাদের জীবনের ধ্রুব বাস্তবতা। আমি তো এর ব্যত্যয় হতে দেখিনি আজও।
ধন্যবাদ দাদা
মৃত নগরীতে পাথর হয়ে যাওয়া ছাড়া আর যে কোন উপায় নেই টিকে থাকবার!
কবিতা ভালো লেগেছে
ইট পাথরের নগরী কে আমার আর জীবিত মনে হয় না; মৃতই মনে হয়।