মনোতুষ্টি
রাজা বলেন, কৃষ্টি কৃষ্টি কৃষ্টি
বিদূষক মোমে গোঁফ মেজে
মৃদু হাসিটিকে আকর্ণবিস্তৃত করে
বলে উঠলেন, দৃষ্টি দৃষ্টি দৃষ্টি
রাজকবি প্রিয়ার নাকে তুলো আর চোখে
তুলসী রেখে বলেন, মিষ্টি মিষ্টি মিষ্টি !
পাশ দিয়ে কবিরাজ যেতে যেতে বললেন
কি ভীষণ অনাছিষ্টি অনাছিষ্টি !
গাঁয়ের লোকেরা হেঁকে বললো
আহা কি দারুণ ফিষ্টি ফিষ্টি ফিষ্টি !!
ছোট্ট হলেও কবিতা সুন্দর হয়েছে দিদি ভাই।
সরল মনের লিখা বোন। ভালো তো লাগবেই।
সুন্দর ও ভালো লেগেছে