সত্য, তুমি জেগে উঠ।
তোমার অপেক্ষায় কত বিনিদ্র চোখ প্রহর গুনে চলেছে,
তোমার দোর খুলবে বলে
কত শত মুখ ক্লান্তিহীন পথ চেয়ে আছে।
না বলা কথাগুলো চাপা পড়ে আছে,
অশ্রুগুলো চোখের কোনে লুকোনোর ঠাঁই খুঁজে ফিরছে,
ব্যথার কূলে ঢেউ আছড়ে পড়ছে
শুধু তোমার অপেক্ষায়।
আশার আলোয় বান ডেকেছে
ভোর হয়ে এল বলে
সত্য তুমি জাগবেনা?
এখনই ত সময় জেগে উঠার।
10 thoughts on “অপেক্ষা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
দারুণ এক আশাবাদের গল্প। সত্যকে যে জাগতে হবে মুনা দি।
শব্দনীড়ে আপনাকে স্বাগতম। আমাদের মতো নিয়মিত থাকবেন, অন্যের লেখা পড়বেন, সম্ভব হলে মন্তব্য দেবেন। দেখবেন এখানে সময় কাটাতে আপনার ঠিক ঠিক ভাল লাগবে। 
ধন্যবাদ রিয়া দি।
সত্য জাগানিয়া কবিতা। শুরুটা আপনার সুন্দর হয়েছে শ্রদ্ধেয় মুনা। শব্দনীড় এ আপনাকে সুস্বাগতম জানালাম।
ধন্যবাদ মুরুব্বী।
সরলে গড়া লিখাটি সুখপাঠ্য বোন মুনা। স্বাগতম স্বাগতম।
ধন্যবাদ সৌমিত্র দা।
বুননে সাবলীলতা আমার ভালো লেগেছে!
"সত্য তুমি জাগবেনা?" –এখানে এসেই আমি পুরো কবিতার স্বাদ পেয়েছি (পরের লাইনটা আড়ালে রেখে) !
ধন্যবাদ মিড ডে ডেজারট।
* অনেক সুন্দর কবিতা। অভিনন্দন কবি …

ধন্যবাদ মুহাম্মদ দিলওয়ার হুসাইন।