আজ আমার মেঝ রাজকন্যা তাহমিনা খালিদ এর জন্মদিন। ছবিতে আমার রাজকন্যা এবং তার দুই রাজপুত্রঃ
13 thoughts on “মেঝমনি”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আজ আমার মেঝ রাজকন্যা তাহমিনা খালিদ এর জন্মদিন। ছবিতে আমার রাজকন্যা এবং তার দুই রাজপুত্রঃ
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শুভ জন্মদিন তাহমিনা খালিদ । যুগ যুগ জিয়ো –
সে কী আপা! রাজকন্যার রাজপুত্রদের জন্য কিছু নেই? অন্তত একটা চকলেট দিলেই হইত।


শুভ জন্মদিন। শুভ জন্মদিন তাহমিনা খালিদ।
ওমা! দিদিভাইও দেখি নাজমুন আপার মত একই ভুল করল!

আহা কি আনন্দ আকাশে বাতাসে!
রাজকন্যা তাহমিনা খালিদ এবং রাজ পুত্রদ্বয়ের প্রতি ভালোবাসা এবং জন্মদিনের অসীম শুভেচ্ছা। ভালোবাসা ভালোবাসা ভালোবাসা।
আহা! ভালবাসার বৃষ্টি!

মেঝমনি কবিতাটা পড়লাম; মুগ্ধ হয়ে আবার পড়লাম।
শুভ জন্মদিন খালিদ ভাই আপনার মেঝ রাজকন্যাকে !
ধন্যবাদ ভাইয়া। আমাদের জন্য দয়া করবেন। আপনার জন্যেও শুভকামনা, ভাল থাকুন সারা জীবন ধরে।
কবিতা পড়ে মুগ্ধ না হয়ে উপায় নাই। তাই মেজো মনির জন্য শুভকামনা সারাক্ষণ। বেঁচে থাকুক লক্ষবছর।
দাদা, আপনাদের সবার দোয়াই ওদের পাথেয়। আপনার এবং আপনার পরিবারের সবার জন্য শুভকামনা।