পুঁজির বিচিত্র বৈভব

—পুঁজির বিচিত্র বৈভব

পুঁজির বিচিত্র বৈভব পৃথিবী জুড়ে
কালে কালে যুগে যুগে; শুধু নতুন খরায় পুড়ে
ক্ষুধা যাতনা বাঁচবার তাড়না
ছুটাছুটি দিগ্বিদিক; সোদা স্বপ্ন বান জুড়ে।

কোথাও পুঁজি তুচ্ছ অতি?
কোথাও পুঁজি বাঁচবার সম্বল?
কোথাও পুঁজি ভোগবিলাসে অম্বল!

পুঁজি সে তো স্বর্ণ জৌলুস জীবন চূড়ায় উঠে
তারে ধরিতে ছুঁতে দিগ্বিদিক: হন্যে হয়ে ছুটে
পুঁজির লোভ ক্ষমতা পাখা মেলে
পথের কাঁটা রাখিতে নারে; সদা প্রলয় বিঘ্ন ঘটে।

১৪২৫/ শ্রাবণ/ বর্ষাকাল।

12 thoughts on “পুঁজির বিচিত্র বৈভব

  1. কবি'র সতত ব্যস্ততায় মাঝে মধ্যে যে তার কবিতার দেখা পাওয়া যায়, এটাই সৌভাগ্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. বর্তমান সময়ে অনেক ভি আই পি ব্যক্তিরা আমাদের  পুঁজি করে ব্যবসাও করে। আমরা তাদের কাছে বাজারের পণ্যাদি।

    স্বার্থের পুঁজির কথা না ভেবে ওরা যদি মানুষের ভালোবাসাটাকে পুঁজি করতো, পৃথিবী আরও শান্তিময় হতো।

    লেখককে অজস্র ধন্যবাদ ।

    1. অনেক অনেক ধন্যবাদ ভাই, হেমন্তের ভালোবাসা নিবেন,,,,,,,,

  3. 'কোথাও পুঁজি তুচ্ছ অতি?
    কোথাও পুঁজি বাঁচবার সম্বল?
    কোথাও পুঁজি ভোগবিলাসে অম্বল!' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  4. পথের কাঁটা রাখিতে নারে; সদা প্রলয় বিঘ্ন ঘটে।

    * মান্নান ভাই, বরাবরের মতই মুগ্ধ… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. আমার প্রাণের দিলওয়ার ভাই, হেমন্ত ভালোবাসা জানবেন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।