ভোরের স্নিগ্ধ আলো
কে কবে পাগল বললো
চরিত্রহীন বা ফ্রট বললো
বিশ্বাস অবিশ্বাস বা সন্দেহ সংশয়ের কালি মারল
ধুত!
রাতে প্রাণভরে ঘুম দেই
পৃথিবীর রঙ সাদা হয়ে উঠলে
ভোরের স্নিগ্ধ নরম আলোতে দেখি নতুন স্বপ্ন!
গতোকাল কে কি বলেছিল
আরে ধুত! ভাগ তোরা!
ভোরের স্নিগ্ধ নরম আলোতে
যে নতুন স্বপ্ন দেখতে জানে
তাঁর কাছে এসব অবান্তর কালিমা’র কোনও মুল্য আছে কি?
যে নতুন স্বপ্ন দেখতে জানে
তাঁর কাছে এসব অবান্তর কালিমা’র কোনও মুল্য নেই মি. ইলহাম। এগিয়ে যান।
আজ আমিও সকাল সকাল উঠেছি ইলহাম ভাই। চলুক নতুন স্বপ্ন গড়া। কালকের কথা নাহয় ভুলেই গেলাম। চলুন এগোই।
বাহ্ ইলহাম দা। আজ আপনার দিন অনেক ভাল কেটেছে তাহলে। শুভেচ্ছা।
ভোরের স্নিগ্ধ নরম আলোতে
যে নতুন স্বপ্ন দেখতে জানে
তাঁর কাছে এসব অবান্তর কালিমা’র কোনও মুল্য আছে কি?
* তাইতো…
শুভ কামনা সবসময়।
রাতে প্রাণভরে ঘুম দেই
পৃথিবীর রঙ সাদা হয়ে উঠলে
ভোরের স্নিগ্ধ নরম আলোতে দেখি নতুন স্বপ্ন! আহা ! আহা ! এমন ঘুম কত রাতের আরাধ্য
শুভ সকাল কবি ইলহাম