প্রতীতি বাসনা

–প্রতীতি বাসনা

এবার কাদা মাখা পায়ে,
এসেছি গো তোমার মসৃণ পথে
এবার কবিতা হবে,
তোমার কুন্তল অবনীর স্পর্শ ছুঁয়ে;
এবার স্বপ্ন মেলবে ডানা, বুক ভরে নিঃশ্বাস নিয়েছি এঁটে
এবার সভ্য মৌনতা, তোমার সুবোধ কোলাহলে ফিরে;

তোমার পিচ ঢালা পথে কাদা মাটির পাদুকা ছুঁয়ে
আচমকা ভুলেছিনু মৃত্তিকা ভূষণ; চকচকে সুবোধ পাদুকায়
ঢেকে রাখে সব মৃত্তিকা দহন!
তোমার মসৃণ ছোঁয়ায় ঢেকে যায় সব
অযাচিত মুদ্রাদোষ
তুবও রয়ে যায়, জেগে উঠে
প্রতীতি বাসনা।

মাঝখানে ক্ষয়েছি নোনা ধরা দালানের মতো
খসে খসে পড়ে ছিল বিভ্রম তন্দ্রা যত!
এবার আলিঙ্গনে ফিরেছে তা; বটের ঝুড়ির মতো
মেঘ রসে টইটুম্ব শাখা প্রশাখা
জলাঙ্গি মেঘ ধীরে ধীরে ধবল রূপে ধায়।

১৪২৫/ ভাদ্র/ শরৎকাল।

8 thoughts on “প্রতীতি বাসনা

  1. মেঘ রসে টইটুম্ব শাখা প্রশাখা
    জলাঙ্গি মেঘ ধীরে ধীরে ধবল রূপে ধায়। অসাধারণ কবি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. মাঝখানে ক্ষয়েছি নোনা ধরা দালানের মতো
    খসে খসে পড়ে ছিল বিভ্রম তন্দ্রা যত!

    * শব্দ বিন্যাস অসাধারণ… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।