একমুঠো রোদ ধরতে চাই,
অথবা একমুঠো জ্যোৎস্না,
হাতের করতলে লুকিয়ে থাকা অন্ধকারে
তোমাকে দেখবো বলে, আমার একমুঠো
রোদ্দুর চাই, অথবা একমুঠো জ্যোৎস্না।
দিনের পর প্রতিদিন তোমার আটপৌরে
জীবনের কষ্টগুলো,
নানা মিল – অমিলের দ্বন্দ্বে
কাটানো যন্ত্রনা ময় সময়,
তোমার ভালো লাগা – না লাগা অবসর,
নিত্যদিনের অসুখ – বিসুখ,
তোমার ভালো থাকার কঠিন অভিনয়,
আমাকে দেখতে হবে করতলের জমিনে,
একমুঠো রোদ্দুর, অথবা একমুঠো জ্যোৎস্নায়।
ভালোবাসার জন্যে লুকিয়ে রাখা
তোমার ভালোবাসা,
তোমার প্রেম,
তোমার চোখের জল,
তোমার কঠিন অভিনয়,
ঢাকতে না পারার অস্থিরতা,
ভেংগে পড়ে কথা আর
কবিতার নান্দনিকতায়।
নান্দনিক কথামালার পিছনে লুকিয়ে
রাখা কষ্টের যন্ত্রনাময় অনুভুতি,
তোমার চোখের ছায়ায় ভেসে উঠা
কষ্টের লাগাতার ঢেউ,
আমি দেখতে চাই,
আমার করতলের নিজস্ব সাম্রাজ্যে,
একমুঠো রোদ্দুর
অথবা একমুঠো নির্মল জ্যোৎস্নায়।
আপনার কবিতা এতটাই স্বচ্ছন্দময় যে আবৃতির মতো করে পড়া যায়।
শুভেচ্ছা জানবেন কবি মি. কাজী রাশেদ। শুভ দিন।
সুন্দর কবিতা।
দারুণ এক প্রেমের কবিতা রাশেদ ভাই।
আমার করতলের নিজস্ব সাম্রাজ্যে,
একমুঠো রোদ্দুর
* অপূর্ব…