এ শহরে কবিতা পাবে না

এ শহরে কবিতা পাবে না

এখানে- এ শহরে বোধের উচ্ছিষ্ট পাবে
রক্তে প্লাবিত রাজপথ পাবে
এখানে কবিতা পাবে না।

মানুষ হত্যার ইতিহাস আছে এখানে
আছে গুম-গুপ্তহত্যা, ধর্ষণের সহস্র কাহিনী
এখানে বুলেটে বিদ্ধ সময় পাবে,
এখানে কবিতা পাবে না।

এ শহরে কবিতা নেই
সবুজ বৃক্ষের পাতা হতে মুছে গেছে কবে
জোড়া শালিকের প্রণয়ের দাগ।

এখানে ভন্ড প্রতারক নেতার হাতে
গোলাপ ফুলও বেশ সাবলীল!
এখানে রাজনীতির নোংরা কারবারী পাবে
মিথ্যে আশ্বাসের বেসাতি পাবে
এখানে কবিতা পাবে না।

এখানে ভালবাসার চিত্রকল্পে আঁকা হয়
যুবতীর খণ্ডিত লাশের চিত্রকলা
ঘাতকের ঘসে পড়া জ্বিভে, দানব নখরে।
এখানে সবুজ ঘাসের আড়ালে
লুকনো রক্তে গাঢ়তা পাবে,
ভ্রুণ হত্যার পুরাণ পাবে
এখানে কবিতা পাবে না।

মারণাস্ত্র যে ভাষাতেই কথা বলুন না কেন
জানি প্রতিটি হত্যার রঙ লাল!
একদিন যে গোলাপ নিদারুণ ভালবেসে
বুকের নরমে তার কোমলতা ছুঁয়ে,
লিখেছিলাম একান্ত উচ্চারণ
বস্তুত তাকেও হত্যা করা হয়েছিল।
কালের রক্তাক্ত ছুরিতে বিদ্ধ হতে হতে,
জীবন্মৃত গোলাপ হাতে আবারো দাঁড়িয়েছি
এ শহরে বিক্ষুব্ধ সময়ের বিপরীত স্রোতে!
এখানে বিষণ্ন রাত্রির ঝরে পড়া নক্ষত্রের মত
নিয়ত খসে পড়ে বুকের ভূগোল;
এখানে রাতের পৃষ্ঠা জুড়ে কুশীলব পাবে
পানশালার নাচনেওয়ালীর ঘুঙুরের শব্দে
মদিরা চোখে নেশাতুর চাহনি পাবে
এখানে কবিতা পাবে না।

24 thoughts on “এ শহরে কবিতা পাবে না

  1. অনিয়মিত হলেও আপনার লেখার সন্ধান মেলে এই ই বা কম কিসে !! :)

    1. এখন তো নিয়মিত। ধন্যবাদ আজাদ ভাই। :)

  2. আপনার কবিতা বরাবরই চমৎকার থিম আর সৌন্দর্য ধরে রাখে।

    (আপনার সাথে কথা আছে। মুহূর্ত ওয়েব ম্যাগাজিনের বিষয়ে।

    প্লিজ ডায়াল: ০১৭১৮ ১৯২৮১৩)

    1. মাহবুব আলী ভাই। আমি সব ছেড়ে দিয়েছি। ক্ষমা করবেন।  

    1. ধন্যবাদ কবি রিয়া রিয়া। 

  3. অনেকদিন পর সুমন আহমেদ এর কবিতা !!! কেমন আছেন ভাই? :)

    1. ভালো আছি কবি সৌমিত্র চক্রবর্তী। :)

    1. খুশি হলাম কবি মুহাম্মদ দিলওয়ার হুসাইন নীল শিখা ভাই। :)

  4. "এ শহরে কবিতা নেই
    সবুজ বৃক্ষের পাতা হতে মুছে গেছে কবে
    জোড়া শালিকের প্রণয়ের দাগ।" —কী দারুণ কথা !

    মুগ্ধ!

    1. ধন্যবাদ মিড ডে ডেজারট ভাই। :)

  5. দূর্দান্ত একটি কবিতা পড়লাম।শুভেচ্ছা জানবেন প্রিয় শ্রদ্ধেয় কবি ।    

    1. ধন্যবাদ কবি পথিক সুজন ভাই। :)

  6. "মারণাস্ত্র যে ভাষাতেই কথা বলুন না কেন
    জানি প্রতিটি হত্যার রঙ লাল"

    আমি বোদ্ধা পাঠক নই তবুও আপনার কবিতায় বেশ আটকে থাকি। আশা করি ভাল আছেন সুমন ভাই। সালাম কবিকে।

    1. সালাম কবি প্রহেলিকা ভাই। জেনে রাখবো ভালো আছেন। :)

  7. সুন্দর এক অনুভূতির প্রকাশ কবি দা

    1. ধন্যবাদ কবি আলমগীর ভাই। :)

  8. খুবই ভালো লাগলো। ঝরঝরে লেখা, ডুবে গেলাম আগাগোড়া। 

     

    আসলেই চমৎকার একটি কবিতা!

     

    শুভেচ্ছা ভরপুর।    

    1. অনেক ধন্যবাদ কবি অর্ক রায়হান ভাই। 

  9. বাহ! চমৎকার কবিতা।

    1. ধন্যবাদ আপনাকে মোঃ বোরহান উল ইসলাম ভাই। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।