পালটে দেবার এই আমাকে

পালটে দিবো, বদলে দিবো,
চেনা জানা এই সমাজটাকে,
পচে যাওয়া এই রাষ্ট্রটাকে
ভেংগে ফেলে গড়িয়ে নিবো।।

এমন স্বপ্ন বুকে এঁকে,
কিশোর মনের ছোট্ট কোনে,
অন্ধকারে পথে নামা
নতুন সুর্য আনবো ছিনে।।

পথের পরে পথ হেটেছি,
নতুন সাথী যোগ হয়েছে,
লড়াই করার সাহস আরো
জোর হয়েছে, জোর পেয়েছি।।

যৌবনের সেই রক্ত গরম,
সব কিছু তার পায়ের তলে,
বুকে শুধু সৎ বাসনা
অন্য সবই সহজ সরল।।

পড়াশুনো শিকেয় তুলে,
ঘরের খেয়ে মোষ তাড়ানো,
বাবা মায়ের আদর শাসন
তুচ্ছ তখন এই আমাতে।।

পালটে দেওয়া, বদলে নেওয়া
অনেক হলো পথ মাড়ানো,
রাষ্ট্র যেমন তেমন আছে
আমি শুধু পথ হারানো।।

4 thoughts on “পালটে দেবার এই আমাকে

  1. কথা অসত্য নয়। রাষ্ট্রযন্ত্রের নৈমত্তিক বল্গাহারা শোষণ রাষ্ট্র থেকে আমাদের বিচ্ছিন্ন করে দিয়েছে। পাল্টে দেবার সুর তুললেও … সেই স্বরের কণ্ঠ রোধ করে দেয়া হয়েছে। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।