ছোট্ট সোনা বোনটি আমার
মনটি ফুলের মত-
মিষ্টি হাসির বৃষ্টিতে সে
ভিজায় অবিরত।
হৃদয়টা তার ভালোবাসার
আলো-আশার খনি-
কথায় ঝরায় ছন্দ-ছড়ায়
প্রাণের সুরধনী।
ছোট্ট সোনা বোনটি আমার
মনটি ভরা প্রীতি-
ভালবাসার ফোঁটায় আমায়
সাজায় নিতিনিতি।
ছোট্ট সোনা বোনটি আমার
মনটি ফুলের মত-
মিষ্টি হাসির বৃষ্টিতে সে
ভিজায় অবিরত।
হৃদয়টা তার ভালোবাসার
আলো-আশার খনি-
কথায় ঝরায় ছন্দ-ছড়ায়
প্রাণের সুরধনী।
ছোট্ট সোনা বোনটি আমার
মনটি ভরা প্রীতি-
ভালবাসার ফোঁটায় আমায়
সাজায় নিতিনিতি।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ছোট্ট সোনা বোনটি আমার
মনটি ভরা প্রীতি-
ভালবাসার ফোঁটায় আমায়
সাজায় নিতিনিতি।
সোনা বোনটির প্রতি শুভেচ্ছা রইলো প্রিয় কবি। শুভ সকাল।
ধন্যবাদ। শুভকামনা
কবিতায় শুভমিতি প্রিয় কবি শংকর দা।
শুভেচ্ছা শংকর দা।
ছোট্ট সোনা বোনটি আমার
মনটি ভরা প্রীতি-
ভালবাসার ফোঁটায় আমায়
সাজায় নিতিনিতি।
* শুভ কামনা নিরন্তর…