ভালোবাসার অভ্যেস
বোকারা একপেশে ভালোবাসে
একপেশে ভালোবাসায় কাঁদে জীবনভর
আমার একপেশে ভালোবাসাকে তুই ঠেলে সরিয়ে রেখেছিস একপাশে
আর আমায় জড়িয়ে রেখেছিস অভ্যাস বসে;
যেদিন থেকে তুই আমার ভালোবাসা
সেদিন থেকে তুই আমার নীলাকাশ
যখনই তোর আকাশে ডানা মেলি
তখনই তুই রাত
যখনই তুই রাত আমি চাঁদ হই আকাশে
তুই জ্যোৎস্নাস্নান সেরে গভীর ঘুমে অন্ধকারে
যখনই তুই গভীর ঘুমে আমি স্বপ্ন হয়ে তোর চোখে
আমি স্বপ্নে আসতেই তুই চেয়ে থাকিস চোখ বড় করে;
তুই আমার ভালোবাসা
আমি তোর অভ্যেস
ভালোবাসা কি আর বদলায় রে?
অভ্যাস বদলে যায় সময়ের সাথে সাথে;
যখন আমার তোর কথা খুব মনে হয়
যখন আমার তোতে ভিজতে ইচ্ছে হয়
আমি চাঁদের কাছে চলে যাই
তোকে আর কোথায় পাব বল?
চাঁদনিতে ভিজে ভিজে কান্না শুকাই;
যখন আমার খুব মন খারাপ হয়
যখন তোর থেকে অনেক দূরে সরে যেতে ইচ্ছে হয়
আমি সাগরের কাছে ছুটে যাই
সাগর আর কতটুকুই কাঁদাবে বল?
সে তো নিজেই কান্নার জল।
তোকে ভালোবাসা কিংবা না বাসাটা আমার হাতে ছিল
দূরে সরে যাওয়া শুধুই তোর হাতে।
তুই আমার ভালোবাসা
আমি তোর অভ্যেস
ভালোবাসা কি আর বদলায় রে?
অভ্যাস বদলে যায় সময়ের সাথে সাথে। ____ চমৎকার প্রিয় নির্বাসনের মানুষ।
ধন্যবাদ ভাই
জীবনকে খুব কাছাকাছি থেকে অবলোকন না করলে এতোটা ভাল লেখা সম্ভব না।
ধন্যবাদ রিয়া
আমি সাগরের কাছে ছুটে যাই
সাগর আর কতটুকুই কাঁদাবে বল?
সে তো নিজেই কান্নার জল।
ধন্যবাদ দাদা
তোকে ভালোবাসা কিংবা না বাসাটা আমার হাতে ছিল
দূরে সরে যাওয়া শুধুই তোর হাতে।
* অসাধারণ…
ধন্যবাদ ভাই