ভেদ এবং অভেদের গল্প

ভেদ এবং অভেদের গল্প

মাটিতে হাঁটতে হাঁটতে যখন মহাশুন্যে ভাসতে থাকি
তখন আমি কারো অধীনস্থ নই, নই পরাধীন…
তখন আমার কোনো শরীর থাকে না
একুরিয়ামের মাছেদের মতো আমিও হই চেতনা স্বাধীন!

আমি কবিতায় ডালিমকুমার আর কঙ্কাবতীর রুপকথার অনুবাদ করি
খসড়া চলার পথে যাকে পাই, তারই হাতে পায়ে ধরি
আমি সবার কাছে আমার সন্ধান চাই
স্বর্গ, মর্ত্য, পাতাল. কোথাও যেনো আমি আর নাই!

ভেদ আর অভেদ সম্মুখে এসে দু’হাত জোড় করে দাঁড়ায়
যেভাবে বিত্তশালী জমিদার বাবুর সামনে কৃষক করজোড়ে
দাঁড়াতো এসে সাহা পাড়ায়
ঠিক ঠিক সেভাবে!
তবুও আমি আমার মতো শর্তহীন ক্যারাভানের একমাত্র যাত্রী
নিজেকে যদি কখনো ফিরে পাই
তখন আমিও হবো উদ্দেশ্যেহীন নৌকার সহযাত্রী…!!

3 thoughts on “ভেদ এবং অভেদের গল্প

  1. "খসড়া চলার পথে যাকে পাই, তারই হাতে পায়ে ধরি
    আমি সবার কাছে আমার সন্ধান চাই
    স্বর্গ, মর্ত্য, পাতাল. কোথাও যেনো আমি আর নাই!" https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।