এক ভূতে দেখ্ যায় শুতে ওই তেঁতুলগাছে ঝুলে-
দুই ভূতে রুই মাছের মুড়ো চিবোয় হেলেদুলে।
তিন ভূতে ধিন্ তাধিন নাচে গাবের তলায় খোশে-
চার ভূতে হাড়- মালা গলায় গল্প করে বসে।
পাঁচ ভূতে কাজ বাজ ভূলে সব কন্ঠ সাধে সা রে-
ছয় ভূতে ভয় দেখায় শুধু রাত্রে যারে তারে।
সাত ভূতে দাঁত বেরিয়ে হাসে -ভাসে হাওয়ার সাথে-
আট ভূতে হাট জমায় মাঠে- অমার কালো রাতে।
নয় ভূতে রয় দাঁড়িয়ে সোজা একপায়ে ভর করে-
দশ ভূতে বস্ সেজেই ঘোরে মুণ্ডু হাতে ধরে।
ভূত নিয়ে ভাই খুঁতখুঁতানির জ্বালায় সবাই মো’লো-
এক থেকে দশ দেখ্ চেয়ে বশ ছড়ায় কেমন হো’লো।
ভূত নিয়ে ভাই খুঁতখুঁতানির জ্বালায় সবাই মো’লো-
এক থেকে দশ দেখ্ চেয়ে বশ ছড়ায় কেমন হো’লো। ___ দারুণ।
ধন্যবাদ দাদা
দশ ভূতের কাহিনী পড়লাম কবি দা।
ধন্যবাদ।
দশ জন তো এখানেই !! বাকি কেউ আছে কি শংকর দা ? হাহাহা।
দাদা, দশচক্রে ভগবানও তো ভূত হয়