দীর্ঘশ্বাস


হয়তো আমি চলে যাবো
আসবোনা আর ফিরে,
দেবো না আর সাড়া যতই
ডাকো মধুর সূরে!

অন্য কোন পৃথিবীতে
করব বসবাস,
আমায় ভেবে ছেড়ো সেদিন
একটা দীর্ঘশ্বাস!

অতৃপ্ত এ আত্মা তাতে
পরম শান্তি পাবে!
আমি বীনা তোমার জীবন
অপূর্ণ কি রবে?

সময় হলে যেতেই হবে
প্রাণ তো বাঁধন হারা,
স্মৃতি গুলো ধুয়ে নিও
নামলে বৃষ্টি ধারা।

তাতেই তুমি খুঁজে পাবে
নতুন ফুলের সুবাস,
আমার কথা পড়লে মনে
ছেড়ো দীর্ঘশ্বাস!

8 thoughts on “দীর্ঘশ্বাস

  1. পৃথিবী থেকে আমাদের সবাইকে আজ না হয় কাল চলেই যেতে হবে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা জানাই।

      ভাল থাকবেন।

       

  2. অনেক ধন্যবাদ ও শুভ কামনা জানাই।
    ভাল থাকবেন।

    1. অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা জানাই।

      ভাল থাকবেন।

       

    1. অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা জানাই।

      ভাল থাকবেন।

       

মন্তব্য প্রধান বন্ধ আছে।