জীবনের গহিন ব্যাথা,
বুকের ভিতর চাপা কথা,
সবি যেন সহিছ তুমি,
ও আমার জন্মভূমি।
শত বেদনার পরে,
সবি আপন করে,
যেন নিয়েছ তুমি
ও আমার মাতৃভূমি।
তোমার বিরহে,
জীবন মোহে
কি করে আমি সহি
ও আমার মমতাময়ী।
শত আঘাত পেয়ে,
তোমারি গান গেয়ে,
নিছক্ তোমায় বেয়ে,
যাবো আমি গড়িয়ে,
হৃদয় নড়িয়ে,
ও আমার স্বদেশভূমি।
আর হবেনা বুঝি শেয়ার,
ভালোবাসা দেয়া-নেয়ার।
জানিনা কখন, ডাকিবে নিধন
তোমায় করি একা।
সম্মুখের প্রতি সময়
তোমার আমার যেন শেষ দেখা।
শত বিরহ বেদনার পরে,
এ ভাঙা হৃদয় ভরে,
আশিস মাগি আমি
তোমারি চরণ চুমি
ও আমার জন্মভূমি
ও আমার মাতৃভূমি।।
(১৮/১০/২০১৮)
এ ভাঙা হৃদয় ভরে, আশিস মাগি আমি
তোমারি চরণ চুমি … ও আমার জন্মভূমি ও আমার মাতৃভূমি।।
চমৎকার কবি মি. কালাম হাবিব।
মুগ্ধ হলাম প্রিয় পাঠক!
আজকের লিখায় বেশ বড় ধরনের পরিবর্তন এনেছেন কালাম ভাই। ভালো হয়েছে।
শুনে মুগ্ধ হলাম প্রিয়!
শত বেদনার পরে,
সবি আপন করে,
যেন নিয়েছ তুমি
ও আমার মাতৃভূমি।
শুভেচ্ছা জানাই!
দেশপ্রেমের কবিতা বেশ ভালো হয়েছে। শুভকামনা।
মুগ্ধ হলাম প্রিয়কবি!
আপনার শুভকামনা করি!
* সবার অন্তরে দেশপ্রেম জাগ্রত হোক এটিই আমাদের প্রত্যাশা…
ধন্যবাদ!
প্রিয়কবি শুভেচ্ছা
জানাই।