অণুগল্প : সাদাসিধা_আরেক_দুপুর

একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের দুই ভিন্ন ডিপার্টমেন্টে অনেক ছেলেমেয়ের সাথে দুটো ছেলে মেয়ে পড়তো। একজন জগৎ সংসার ভোলার জন্য রাতদিন নেশায় ডুবে থাকতো। অন্যজন সংসার করবে বলে সবার অমতে বিয়ে করে অকূলে পড়লো।

এরা একদিন সেন্ট্রাল লাইব্রেরীর সিড়িতে এক আড্ডায় বন্ধুদের ভীড়ে পড়ে পরিচিত হলো। ছেলেটার লাল চোখ, ফর্সা মুখ আর আরো কী কী ব্যাপারের কম্বিনেশন মেয়েটার কেমন যেন লাগলো। বান্ধবীর কাছে সে জানলো ছেলেটা অসুখী, কারণ অজানা। মেয়েটা ভাবলো, সংসারও এক রকম নেশাই, প্রতিদিন মানুষকে ধ্বংস করতে থাকে। দু’জনের মধ্যে একটা মিল পেলো সে।

এই দুপুরের পর আরো একদিন ওখানেই নিঃসংগ বসে ছিলো মেয়েটা, নিঃস্ব,পরাজিত, নির্বান্ধব। ছেলেটা হাসিমুখে সৌজন্যমূলক কিছু কথা বলে চলে গেলো। মেয়েটা নিজের নিঃস্বতার ছবি দেখলো ছেলেটার চোখেমুখে। কিছু বললো না। সংসার একা মানুষের ভীড় ছাড়া আর কী?

কিভাবে যেন ওদের ভিতরে এক অদ্ভুত ভালোলাগা হয়ে গেলো! কিন্তু কেউ কাউকে প্রকাশ করলো না।

সাদামাটা দু’টো দুপুর।
কেউ জানতো না কুড়ি পঁচিশ বছর পর সাদাসিধা আরেক দুপুরে তাদের আবার যোগাযোগ হয়ে যাবে।

পুরানা দিনের কথা ভেবে, কিম্বা আল্লাহ নিয়তিতে তাদের জন্য নতুন কিছু দিন রেখেছিলেন বলেই হয়তো তারা আবার চিনে নিলো দু’জন দু’জনকে। কিন্তু এই চিনে নেয়াটা তাদের জন্য নতুন এক বিড়ম্বনায় ফেলে দিলো। পুরনো সময়ের হৃদয়ের সেই অনুভূতিগুলোকে আজ আর ওরা আগের মত অনুভব করতে পারলো না। হৃদয় যদিও একই শরীরে একই রয়ে গেছে, কিন্তু কালের বয়ে যাওয়ায় আর নতুন কিছু হৃদয়ের সাথে অনুভূতির লেনদেনে একসময়ের চিরচেনা হৃদয়টা আজ কেমন অচেনা মনে হতে লাগলো।

সবকিছু সময়ের প্রয়োজনে যদিও বা ফিরে আসে, কিন্তু ভালোলাগা একবার চলে গেলে সেটা আগের মত আর অনুভূতিতে জোনাক জ্বলা রাত কিংবা শেষ বিকেলের আলোয় ঝলমলে মায়াবী প্রহরকে সাথে নিয়ে আসে না।

#সাদাসিধা_আরেক_দুপুর_অণুগল্প_৪৬৯

মামুন সম্পর্কে

একজন মানুষ, আজীবন একাকি। লেখালেখির শুরু সেই ছেলেবেলায়। ক্যাডেট কলেজের বন্দী জীবনের একচিলতে 'রিফ্রেশমেন্ট' হিসেবে এই সাহিত্যচর্চাকে কাছে টেনেছিলাম। এরপর দীর্ঘ বিরতি... নিজের চল্লিশ বছরে এসে আবারো লেখালখি ফেসবুকে। পরে ব্লগে প্রবেশ। তারপর সময়ের কাছে নিজেকে ছেড়ে দেয়া। অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ তে 'অপেক্ষা' নামের প্রথম গল্পগ্রন্থ দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ। বইমেলা ২০১৭ তে তিনটি গ্রন্থ- 'ছায়াসঙ্গী'- দ্বিতীয় গল্পগ্রন্থ, 'ঘুঙ্গরু আর মেঙ্গরু'- উপন্যাস এবং 'শেষ তৈলচিত্র'- কাব্যগ্রন্থ নিয়ে সাহিত্যের প্রধান তিনটি প্ল্যাটফর্মে নিজের নাম রেখেছি। কাজ চলছে ১০০০ অণুগল্প নিয়ে 'অণুগল্প সংকলন' নামের গ্রন্থটির। পেশাগত জীবনে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছি। একজন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছি। পোষাক শিল্পের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা করছি। লেখার ক্ষমতা আমি আমার ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিয়েছি। তাই মৃত্যুর আগ পর্যন্ত লিখেই যেতে হবে আমাকে।

8 thoughts on “অণুগল্প : সাদাসিধা_আরেক_দুপুর

  1. সাদাসিধা আটপৌঢ়ে আমাদের জীবনের সব গল্প। শুভেচ্ছা নিন মহ. আল মামুন ভাই। 

  2. শেষ বিকেলের আলোয় ঝলমলে মায়াবী প্রহর আর কাউকে সাথে নিয়ে আসে না।
    সঠিক বলেছেন প্রিয় গল্পকার মি. মামুন।

    1. গল্পটি পড়ে আপনার সুন্দর অনুভব আনন্দ জোগালো। ধন্যবাদ রিয়া দিদি। শুভেচ্ছা রইলো।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. সবকিছু সময়ের প্রয়োজনে যদিও বা ফিরে আসে, কিন্তু ভালোলাগা একবার চলে গেলে সেটা আগের মত আর অনুভূতিতে জোনাক জ্বলা রাত কিংবা শেষ বিকেলের আলোয় ঝলমলে মায়াবী প্রহরকে সাথে নিয়ে আসে না।

    * https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. ধন্যবাদ গল্পটি পড়ে আপনার অনুভূতি জানানোর জন্য। শুভেচ্ছাhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।