নিরন্তর ছুটে চলি দেশ হতে দেশান্তরে কোন এক অদৃশ্য মায়ায়
অজানাকে জানার জন্যে হন্যে হয়ে ছুটি নিরন্তর শ্রম সাধনায়
গভীর অরণ্যের সেই অজানা জীবটিও ভেসে ওঠে যন্ত্রের দর্পণে
পাতালপুরীর সপ্তাবরণের ছবি জাগে বিজ্ঞানের আলোক নয়নে।
তেপান্তরের মাঠ আজ হাতের মুঠোয়, ঘরে বসেই দেখে নেয়া যায় চারিদিক
নির্বাসনেও তুমি রচিতে পার সুষমায়মণ্ডিত প্রিয়জনের মুখ
গতির চেয়েও আবেগ দ্রুত ছুটে চলে বল্গা হরিণের বেশ
সাধু সন্ন্যাসীজন রচিছে বাসর মধুচন্দ্রিমার আবেশ।
অবনি তোমার রসস্যভেদিতে বিজ্ঞানের নেই কর্ম-ক্লান্তি ক্লেশ
সন্ধানী নাবিক ছুটে চলেছে গ্রহ থাকে গ্রহান্তরে জানার নেশা আছে বেশ
জোনাকির আলোয় ঝিঝির সুরে রচিছে কবি গীতবিতানের ছবি
আপন দর্পণ আলোয় বিমূর্ত ছবি, মূর্ত আলোয় ভেসে ওঠে নিরবধি।
আমি কবি তব রহস্যভেদিতে কর্মক্লান্তির ঘটে যবনিকাপাত
আঁধারেই আঁকি, আঁধারের ছবি আঁধারের মাঝে হারায় স্বপ্নসাধ।
আমি কবি তব রহস্যভেদিতে কর্মক্লান্তির ঘটে যবনিকাপাত
আঁধারেই আঁকি, আঁধারের ছবি আঁধারের মাঝে হারায় স্বপ্নসাধ।
ফিনিশিং লাইন সুন্দর হয়েছে প্রিয় কবি।
গুড জব। 
* প্রিয় প্রেরণাদাতা মুরুব্বী, অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর…

সুন্দর হয়েছে কবি দা।
* ধন্যবাদ প্রিয় কবি দি……
ভালো লিখেছেন কবি হুসাইন ভাই।
* অনুপ্রাণিত হলাম প্রিয় কবি দাদা…
"আমি কবি তব রহস্যভেদিতে কর্মক্লান্তির ঘটে যবনিকাপাত
আঁধারেই আঁকি, আঁধারের ছবি আঁধারের মাঝে হারায় স্বপ্নসাধ"।
ভীষণ ভীষণ সুন্দর কবিতাটার ফিনিশিং! মুগ্ধ হয়েছি কবি!
* বিমুগ্ধ, এমন সুন্দর মন্তব্যে>>>
শুভরাত্রি।