সুশীল শস্যখেত
বনের উপশহরে দালানের গলি, অদ্ভুত হোঁচটের শব্দে
গাঢ় দীর্ঘ চতুর্দিকে প্রশান্ত কোলাহল; নখ পুতে দাঁড়ায়
উন্মগ্ন বনাচর গাছ। চালাকি চোখ তাঁর খয়েরি হৃদয়ে
উচ্চ প্রদেবী মেতে ওঠে: গ্রাম আর শহরের দুরন্ত পাতায়-
বুকে বাঁধে মায়ামুগ্ধম দেশ। হিমালয়ের মত রাজসিংহের শক্তি;
মাইলের পর মাইল বিবর্ণ আলো ঝরানো সুশীল শস্যখেত,
কুয়াশার ফাঁকে মৌমাছি ওড়ে, বক্রশূলে মধুর ঘ্রাণ
অথচ দূষিত ধূলোর নগ্ন স্লোগানে মৃত হাড়, ঘোর গ্রাস
নির্বাস মন্ত্রে কথা বলে, এবার একটা হারজিত খেলা চাই!
অপার মুগ্ধতা প্রিয় কবি মি. টিপু সুলতান। শুভ সকাল।
শ্রদ্ধা প্রিয়
অসাধারণ প্রিয় সুলতান ভাই।
শ্রদ্ধা প্রিয়
কুয়াশার ফাঁকে মৌমাছি ওড়ে, বক্রশূলে মধুর ঘ্রাণ
অথচ দূষিত ধূলোর নগ্ন স্লোগানে মৃত হাড়, ঘোর গ্রাস
নির্বাস মন্ত্রে কথা বলে, এবার একটা হারজিত খেলা চাই!
শুভেচ্ছা এবং ধন্যবাদ দিভাই