ভোরের আলো ফুটছে। আজও জেগেই ছিলাম। পাশের অলিন্দে কেউ একজন আজও চুপিচুপি হেঁটেছিল রাতভর। অনবরত খসখসে শব্দ তার হাঁটার- আমাকে জাগিয়েই রাখে হায়! যদি বৃষ্টি হতো, বড় ভালো হতো। বৃষ্টির রুমঝুম শব্দ মুছে দিতো সেই অচেনা আগন্তুকের একটানা পথ চলার বিরক্তিকর খসখসে শব্দ আর আমিও দিব্যি ঘুমোতাম মহাসুখে।
কাল সারা রাত বৃষ্টি থাক শহরে। সেই আগন্তুক যদি বা আসে- হাঁটেও রাতভর অলিন্দে, কিন্তু আমি তা টেরটিও পাবো না। বেমালুম নিঢাল শুয়ে ঘুমোবো এক মাথা বৃষ্টি নিয়ে।
সে আসে তো আসুক, সঙ্গে বৃষ্টিও নামুক মুষলধারে। সে হাঁটুক প্রতিদিনের মতো। সে শব্দ মুছে দিক ততোধিক উচ্চকিত বৃষ্টিধারা। আহা, সে হাঁটবে ঝুম বৃষ্টি হবে আর আমি ঘুমোবো!
8 thoughts on “শিরোনামহীন”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শিরোনামহীন হলেও অসাধারণ একটি গদ্য লিখা পড়লাম। খাড়া লাইনের অনেক কবিতার চাইতে কখনও কখনও আমার গদ্যই ভালো লাগে। অভিনন্দন মি. অর্ক। শুভসকাল।
অজস্র ধন্যবাদ ভ্রাতা। প্রেরিত হলাম অনেক।
চমৎকার অনুভূতি নিয়ে তার হেঁটে যাওয়ার গল্পটি এঁকে গেলেন, সাথে বৃষ্টির রুমঝুম। দারুণ। !!
অনেক ধন্যবাদ আপু। শুভকামনা রইলো।
সে আসে তো আসুক, সঙ্গে বৃষ্টিও নামুক মুষলধারে। সে হাঁটুক প্রতিদিনের মতো। >>> শুভকামনা অর্ক ভাই।
আন্তরিক ধন্যবাদ দাদা।
আমার কাছে আপনার লেখা সব সময় ভাল লাগে অর্ক দা।
প্রচুর উদ্দীপিত হলাম। প্রাণঢালা ধন্যবাদ ও শুভকামনা রইলো।