ছড়ার খোঁজে

ছড়ার খোঁজে

আভভি কুছ ছড়া লাও-
সম্পাদকের দাবী,
শুনেই আমি খুঁজতে নামি
ছড়ার ঘরের চাবি।

ছড়া কেমন প্রাণী বল
লম্বা কিম্বা বেঁটে?
জানো যদি দাও না বলে
মরছি শুধুই খেটে।

মাথায় কি তার লম্বা শিং
পায়ে বড় নখ?
হাসছ কেন, করছি নাকি
তোমার সাথে জোক!

টুকটুকে রঙ? কুচকুচে রঙ?
গায়ের কেমন জেল্লা,
এটা যদি জানতে পারি
ফতে হবেই কেল্লা।

পরে কি সে গঙ্গা শাড়ী?
মানায় নাকি কোটে?
চুপিচুপি বল তো শুনি
দাঁড়ায় নাকি ভোটে?

খুঁজছি সবই বাজার দোকান
বিগবাজার আর স্পেনসার
এর এনসার নাকি ক্যানসার
জিজ্ঞাসাতেই সেন্সর!

থাকে কোথায় ফ্ল্যাট বাড়ীতে
নাকি তালুক খাস?
খায় কি সে বিরিয়ানী
কিম্বা সবুজ ঘাস?

ওরে ছড়া কোথায় গেলি?
দে না রে ভাই দেখা,
আমায় গোলোকধাঁধায় ফেলে
পালাস না রে একা!

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

16 thoughts on “ছড়ার খোঁজে

  1. ওরে ছড়া কোথায় গেলি?
    দে না রে ভাই দেখা,
    আমায় গোলোকধাঁধায় ফেলে
    পালাস না রে একা! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. * অসারণ স্বাদের পদ্য রচনার জন্য অনেক অনেক ধন্যবাদ….https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. ছড়া বালক ছড়ার খোঁজে

    হন্যে হয়ে ঘুরে,

    ছড়া তখন তুবড়ি বাজায়

    কি যে মধুর সুরে ।।—– একটুখানি জুড়ে দেয়ার দুঃসাহস করলাম দাদা।  ছড়াটা দারুণ হয়েছে। 

  4. অসাধারণ সুন্দর লেখনীতে মুগ্ধতা রেখে যাই।

    ভালো থাকুন শ্রদ্ধেয়।

  5.  

    বাহ ! ছড়া খুঁজতে খুঁজতে দারুণ এক ছড়া হয়ে গেল সৌমিত্র দা 

মন্তব্য প্রধান বন্ধ আছে।