বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে
যখন ফিরে আসি
চুরি করা এক বুক গন্ধ নিয়ে
এক মাথা মাতাল চিন্তা
ন্যারোগেজ রেললাইনে
হাঁটি হাঁটি পা পা…
অজান্তে কখন, সেই বন্ধ দরজায়
পা দুটো থমকে দাঁড়ায়,
কড়া নাড়তে হাত কাঁপে
বুকের ভেতর দমাস দমাস-
মনে হয় দরজা খুললেই সর্বনাশ
মনে হয়, বেশ তো ছিলাম
না ডেকেই
ফিরে যাই।
প্রথম স্তবকের রেশ ধরে দ্বিতীয় স্তবক চমৎকার হয়েছে প্রিয় কবি সৌমিত্র।
ফিনিশিং লাইন ফ্যান্টাসটিক।
অনেক ধন্যবাদ প্রিয় ভাই। ভালো থেকো।
মনে হয়, বেশ তো ছিলাম
না ডেকেই
ফিরে যাই।
এভাবেই ফিরে যায়….
ধন্যবাদ মরুভূমি ভাই। অনেক দিন আপনাকে শব্দনীড়ে দেখি না। ভালো আছেন তো !! আমারই কথা, তারপরও উপস্থিতির ভালোবাসা।
মনে হয়, বেশ তো ছিলাম
না ডেকেই
ফিরে যাই।
* অনেক সুন্দর পরিসমাপ্তি…
প্রিয় কবি দাদা, শুভরাত্রি।
ধন্যবাদ কবি দিলওয়ার হুসাইন ভাই। ভালোবাসা।
ভয় পেয়ে পিছপা দিতে নেই দাদা। কাড়া নাড়তেই হবে।
চমৎকার লিখেছেন দাদা। লেখনী পড়ে মুগ্ধ হয়ে গেলাম।
ধন্যবাদ কবি নিতাই বাবু। ভালোবাসা।
আপনার ছোট ছোট লিখাই কেমন যেন অসাধারণ হয়ে যায়।
বিশেষ কৃতজ্ঞতা কবি সুমন আহমেদ ভাই। ভালোবাসা।
ভালো লাগার লেখা বটে। অভিনন্দন কবি সৌমিত্র চক্রবর্তী।
আপনি যখন বলেছেন কিছুটা স্বস্তি পেলাম কবি বোন শাকিলা তুবা।
মনে হয়, বেশ তো ছিলাম
না ডেকেই
ফিরে যাই। দারুন কবি সৌমিত্র দা
ভালোবাসা জাহিদ অনিক ভাই।
চমৎকার কবি দা
ধন্যবাদ কবি লিটন ভাই। ভালোবাসা।
আহ.. চুরি করা এক বুক গন্ধ!…
আমি তো মাতাল হয়ে গেছি..
অনেক ভালবাসা ও শুভেচ্ছা প্রিয় কবি দাদা
ভালোবাসা কবি দাউদ ভাই।
মনে হয় দরজা খুললেই সর্বনাশ … ভালো লাগলো অনেক ।
ভালোবাসা ভাই।
শেষ ভালো যার, সব ভালো তার! দাদার লেখা এই কবিতাটাও এমন!
কৃতজ্ঞতা কবি নিতাই বাবু। ভালোবাসা।
প্রথম নয় লাইন শেষের চার লাইন তৈরি হতে সহায়তা করেছে এবং শেষের চার লাইন পুরো কবিতাটাকে অসাধারণ করেছে। অবশেষে আর অসাধারণ শেষের চার লাইন থেকে যায়নি; বরং তের লাইনের একটা দারুণ কবিতা হয়ে গেছে।
ভীষণ মুগ্ধ !
ওহো। ইন্টারেস্টিং কমেন্ট ডেজারট ভাই।
বেশ তো ছিলাম!
না ডেকেই
ফিরে যাই।
দারুন
ভালোবাসা ভালোবাসা কবি যাযাবর ভাই।