ক্ষ্যান্ত দে

এবার ক্ষ্যান্ত দে দয়া কইরা
সবই তো নিছোস কাইরা
যা ছিলো আমার ঘরে ৷

ভিডা মাডি সবই তো গেছে
আধ সের চাল তাও খাইলো ঘাঁসে
আসলে গরীবের দুঃখ এমেনে কইরাই আসে ৷

সেভেনে পড়া মাইয়া আমার নামডা সখিনা
কিইবা বয়স অইছিলো তার তারেও ছাড়লিনা
ফাঁসি দিয়া মরলো মাইয়া জানবারও পারলামনা৷

6 thoughts on “ক্ষ্যান্ত দে

  1. কবিতার মূল্ বিষয় কষ্টজনক কবি মোস্তাক ভাই। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।