গরজ বালাই কবি- আবদুর রশীদ চৌধুরী

গরজ বালাই
কবি- আবদুর রশীদ চৌধুরী

—————————————
(১)
মাসির মা কে পিসির বড়ো প্রয়োজন —
বড়ো কাছছাড়া তারা,
সম্পর্কটা বেশ রগড়ের।
বোধহীন বোধি বেসামাল,
সামলাতে তো ওটারই দরকার ;
না পারলে তাপ্পি মারতে মারতে
বেশ কিছুটা শেষ করা চলে….

(২)

ময়নার একটা পিছন আছে।
এবং পিছনটাই আগাটা টানে—-
ওটা মানুষটার ভেতরের ছবি।
ওটার মাপ হওয়া দরকার,
এলাকায় যেতে হয় তাই,
ওই এলাকাই বলে দেবে
ওর ঠিকুজি, ওর চড়াই – উৎরাই,
ওর গভীরতা, ওর গহন,

ওর জীবনবৃত্তের মাপহীন
ঘনত্ব,….. উৎকর্ষতা।

********************************

6 thoughts on “গরজ বালাই কবি- আবদুর রশীদ চৌধুরী

  1. কবি- আবদুর রশীদ চৌধুরী এর কবিতায় মুগ্ধ হলাম প্রিয় কবিবন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

  2. আপনার বরের লিখা কবিতা পড়লাম দিদি। স্বতন্ত্র গোছের লিখা। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।