চুপ পাথর

চুপ পাথর

রোজই আমি বাড়ির কাজের ফাঁকে ফাঁকে
মোবাইলে ট্যাপ করে ফেসবুক ঘুরতে আসি।
রোজই দেখি কতগুলো ঈশ্বরের সন্তান পদ্য
লিখেছে, আমি পৃথিবী ঘুরে চাদরে আদর
করে ধোপানি হয়েছি, তখনি বুঝি এখানে
ধোপাদের পাড়ায় বেড়াতে আসি, এত কষ্ট
করার পর হয় রেগে উঠি নয় চুপ পাথর হই।
ধোপা, ধোপানীরা রা কাড়ে না শুধু হুহু কাঁদে।

5 thoughts on “চুপ পাথর

  1. কবিতা পাঠে মুগ্ধ! শ্রদ্ধার সাথে ভালোবাসাও রেখে গেলাম ।

  2. ইন্দ্রানী দি, 

    আমি পৃথিবী ঘুরে চাদরে আদর
    করে ধোপানি হয়েছি, তখনি বুঝি এখানে
    ধোপাদের পাড়ায় বেড়াতে আসি, এত কষ্ট
    করার পর হয় রেগে উঠি নয় চুপ পাথর হই।
    ধোপা, ধোপানীরা রা কাড়ে না শুধু হুহু কাঁদে।

    বিউটিফুল ! আপনার  সুন্দর 'চুপ পাথর' নামটাতেই কবিতা সৌন্দর্যের একটা বিশাল ছক্কা !

মন্তব্য প্রধান বন্ধ আছে।