চন্দ্রবিন্দুর কষ্ট
০১
কিছু কিছু কষ্ট বেদনার নামান্তর
মন পুড়ে না, কেবল পুড়ে অন্তর!
০২
কোথা হতে আসে চন্দ্রাবতী, কোথা হতে বিন্দু
বেদনার ভার বইতে পারে, কোথায় এমন সিন্ধু?
০৩
কুয়াশা আর কুআশা এরা দু’জন যমজ ভাই
হতাশ মানুষ ভাবে তার পাশে আর কেউ নাই!
০৪
যার বেদনা লুকানোর কোনো জায়গা নেই
যেজন তাকে বুকে তুলে নেবে, কবিতা সেই!
০৫
তবুও সূর্যরাজ কিছুতেই বুঝেনা চন্দ্রবিন্দুর কষ্ট
কবি হওয়ার কৌশল দেখে কবিতার মাথা নষ্ট!!
অসাধারণ প্রিয় কবি।
আন্তরিক ধন্যবাদ ভাইয়া
দারুণ প্রিয় কবি দা।
ব্লগে আসলে আমাদের মধ্যে ইন্টেমেসি কমে গেছে। কবি'র অবর্তমানে "কবি লিখা" পড়তে হয়। পাঠককে দোষারোপ করে লাভ নেই। আমরা যারা লিখছি … সেখানে আমাদের উপস্থিতি না থাকায় পাঠকও দুটি শব্দ লিখে চলে যায়। পাঠককে আমরা টানতে পারছি না।
অনেক ভালো লিখেছেন। শুভ কামনা থাকল
