ওরা যারা

যারা ক্ষুধার্ত পায় না খেতে চাইছে ভাত
যারা আর্ত বাঁচার জন্য বাড়িয়েছে হাত
যারা অর্ধনগ্ন একটুও নেই শীত পোশাক
যারা বাস্তুহীন প্রতি মুহূর্ত যাদের দুর্বিপাক

তারা কি কেউ ভাবে আর যেন তারা না বাড়ে
আর যেন কেউ জন্ম না নেয় এমন কষ্ট আঁধারে?
একটু টুকরো রুটি যেন ভাগ না হয় হাজারে
ঠাঁই যেন হয় সবার জীবন পরিমিত জন্মহারে।

তা তো নয়? মানুষ সংখ্যা বাড়ছে আর্তের ঘরে
বাড়ুক কষ্ট তবু আমরা বাড়বো এমন করে।
ওই তো পাচ্ছি অনুদান, আরো পাব বেশি করে
জায়গা করে নিচ্ছি আমরা মানবাধিকার অন্তরে।
এখনো বেঁচে আছে পৃথিবী তাই নিজের আর্তস্বরে।

4 thoughts on “ওরা যারা

  1. অনিয়মিত হলেও আপনার লিখার দেখা শব্দনীড়ে পাই এটাই স্বস্তির।

    শুভেচ্ছা জানবেন মি. বেরা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।