স্বপ্ন খরার বাঁকে

—–স্বপ্ন খরার বাঁকে

একগাদা মিথ্যের বোঝা! চড়িয়েছে যেই
গাধার পিঠে; পড়ল গাধা শুয়ে
বেত্রাঘাত যতই পড়ুক, উঠে না সে তো মোটে!
মিথ্যে বোঝা নাকি বেজায় ভারি?
সইতে না পারে! তাইতো শুনে না প্রভুর হুকুম
টগবগিয়ে চায়; মালিক সোদা দুঃখ বদনে
এবার অন্যখানে যাও।

এবার রাগে মিথ্যের বোঝা; গড় গড়িয়ে কয়
লক্ষ কোটি মিথ্যা যদি মানুষ মুখে লয়
তুই বেটা কোন ছাড়! ক্ষুধার জ্বালা পাস নাই বুঝি টের
ক্ষুধার তরে না কি মিথ্যা সয়? সাথে প্রাণ ভয়ে ও আছে
তাই তো মিথ্যে বাড়তে বাড়তে বোঝা বুনে গেছে!

এই যে মিথ্যের বোঝা! তুই না নিলে, কেমনে যাই
ওড়ে গাধা হোসনে এতো নিষ্ঠুর এমনিই পরম্পরা
ঐ যে দিগন্তের ও পাড়ে; না হলে যে মানুষ মানুষের
মিথ্যার জলজ জলে হাবুডুবু খায়
এবার গাধা উঠে, টগবগিয়ে চায়;
সুখের হাঁড়ি ভরেছে বুঝি ঐ, স্বপ্ন খরার বাঁকে।

১৪২৫/১৮ পৌষ/শীত কাল।
[জীবনমুখী / রূপক কবিতা]

9 thoughts on “স্বপ্ন খরার বাঁকে

  1. অভিনন্দন প্রিয় কবি বন্ধু। অনেক অনেক ভালোবাসা। শুভ নববর্ষ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. দারুণ রূপক একটি কবিতায় ভালোবাসা মান্নান ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।