গুডবাই
ব্যাপার টা হলো আসব আসব বলতে বলতে
সেই সময় টা এসেই গেল,
ভাঁজ খুলে নতুন জামা পরার আনন্দে বোঝাই যায়নি
এটাও একদিন পুরনো হবে, ময়লা হবে
শতচ্ছিন্ন ঝুলপুলি ঝুলঝুল ঝুলবে সুতোলহর,
ব্যাপার টা হলো সত্যিটা জেনেও কেউকেউ
চোখ বন্ধ করে আকাশকুসুম মেট্রোপলিটন টাওয়ারে
থাকতেই ভীষণ ভীষণ ভীষণ ভালোবাসে দ্বিধাহীন।
অথচ ট্রেন যখন এসেছিল তখনই যদি ভেবেচিন্তে
এতটা মোহ যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে
গুছানোর সময়টুকুও পুকুরে ঢিল ছুঁড়ে বৃত্তের মধ্যে…
বৃত্ত ক্রমশই ধরাছোঁয়ার বাইরে চলে যেতে যেতে চলে
যেতে যেতে একটা অতীন্দ্রিয় স্তর ছুঁয়ে ফেলে নির্দ্বিধায় …
অথচ চিত্রনাট্য এরকম না হয়ে শুরু থেকে শেষ
হাই হ্যালো তে থাকলেই অন্তত খুন হওয়ার সম্ভাবনা
মাইনাস ফারেনহাইটের নিচের দিকে নামতেই পারত।
কিন্তু সব নোটিশ হাইড করে দিয়ে হঠাৎ এভাবে ঘুম
ভাঙতেই এভাবে কেউ মনে করায়, একদিন আমিও …
একদিন আমিও এভাবেই …
'বৃত্ত ক্রমশই ধরাছোঁয়ার বাইরে চলে যেতে যেতে চলে
যেতে যেতে একটা অতীন্দ্রিয় স্তর ছুঁয়ে ফেলে নির্দ্বিধায় …
অথচ চিত্রনাট্য এরকম না হয়ে শুরু থেকে শেষ। গুডবাই।' ___ অসাধারণ।
তোমাকে অনেক ভালোবাসা প্রিয় ভাই।
চমৎকার উপস্থাপন শ্রদ্ধেয় সৌমিত্র দাদা। দারুণ লিখেছেন দাদা। গুডবাই…!!!
ধন্যবাদ নিতাই বাবু। আপনাকে নিয়মিত দেখে ভালো লাগছে।
অসাধারণ সুন্দর লেখনীতে অপার মুগ্ধতা রেখে যাই।
ধন্যবাদ কবি বাবু ভাই।
সৌমিত্রদা,
হাই বলে আসতেই হলো, 'গুডবাই' পড়তেই হলো !
চমৎকার বলতেই হলো ।
নমিত শুভেচ্ছা প্রিয় কবি খন্দকার ইসলাম ভাই।
বেশ চমৎকার লিখেছেন ,,ভালো লাগলো অনেক,
শুভেচ্ছা কবি সুজন ভাই।
এভাবেই সময় গরিয়ে চলে, আমরা আটকে রই
ধন্যবাদ প্রিয় মরুভূমি ভাই। আমার লিখায় আপনি আসেন তাতেই আমার ভালো লাগে।
অথচ চিত্রনাট্য এরকম না হয়ে শুরু থেকে শেষ
হাই হ্যালো তে থাকলেই অন্তত খুন হওয়ার সম্ভাবনা
মাইনাস ফারেনহাইটের নিচের দিকে নামতেই পারত।
নইলে তো চিত্রনাট্য তৈরী হতো না । খুন হবার জন্যই হাই হেলো থেকে নীচে নামা –
ভালো লিখলেন ।
ধন্যবাদ প্রিয় আপা। কেমন আছেন ? অনেকদিন পর আপনাকে দেখলাম।