বাষ্প. অনলাইন
তাঁতের শাড়ি পরে ভোর আসে আমাদের দরোজায়।
যারা যায় কুড়াতে শিশির ,তারা ফিরে আসে ভরাহাতে।
কিছু ফুল, কিছু বাষ্পের আলো অনলাইনে জমা করে
একটি শিশু দাঁড়ায় প্রত্যাগত মানুষের কাতারে।
আমি অনাদি কালের একটি কম্বল গায়ে জড়িয়ে সেই
পথে অপেক্ষায় ছিলাম বিগত রাতের।
রাত চলে গেছে আমার পাশ দিয়েই। দেখিনি। চিনিনি
খুব পরিচিত সেই বাষ্পমাখা মুখ।
আমার দুচোখেও তখন উড়ছিল বাষ্পসমাহার।
কার ? আমি তাহলে অপেক্ষায় ছিলাম কার ?
কবিতায় শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই। শুভ সকাল।
শুভেচ্ছা কবি ইলিয়াস ভাই।
সুন্দর কবিতা।