কবি
শুধুই কবিতা লিখলে তুমি কবি
কিন্তু অকর্মা বদনামের জীবন্ত ছবি
চাকরি থাকলে ঐ বদনাম নেই
ব্যাবসা থাকলেও তা নেই
তবুও যেহেতু তুমি কবি
অশান্তির আগুন জ্বলে উঠতে পারে
তোমার সাজানো সুন্দর সংসারে
ভাই বন্ধু সকলেই বলতে পারে নিন্দা-কাজ
পিতা-মাতা স্বামী-স্ত্রীও বলতে পারে চাপাবাজ
বাড়িওয়ালা যদি জানতে পারে তুমি কবি
বলতে পারে, ব্যাটা – আগে এক বছরের এডভান্স দিবি
দোকানী ফার্মেসি বাজার ব্যাংক বীমায় যদি যাও
বলে উঠতে পারে এক্ষুণি ভাই তুমি দ্রুত ভেগে যাও
ধর্মের অনুশাসন মানলেও তুমি কবি
কিন্তু তা প্রকাশ করলে নও তুমি কবি
রাজনীতি করলেও তুমি কবি
কিন্তু তা প্রকাশ করলে নও তুমি কবি
অতএব সুতরাং যেহেতু সেহেতু অথচ তথাপি
ভাবতে হবে এবং বুঝতে হবে তোমাকে হে কবি
কলম ছাড়বে নাকি আরও শক্ত করে ধরবে
সেই সিদ্ধান্ত হে কবি তোমাকেই যে নিতে হবে
কে কি ভাবলো আর পাঠকের যদি পরোয়া না করো
জেনে নিও সঠিক সিদ্ধান্ত তখন তোমার পোয়া বারো
সকালে দুপুরে বিকালে সন্ধ্যায় নিয়মিত লিখে যেও
খাওয়া দাওয়া আর রাত্রির ঘুমটুকু ঠিক মতো দিও
পত্রিকা কবিতা ছাপবে না ধরে রেখো
তবুও কবিতা লেখায় লেগে থেকো
একদিন সেই দিন সেই ক্ষণে সেই সময়ে
হয়তো থাকবে না তুমি এই ভুবনে সেই বিজয়ে।
কতিাটিকে বাস্তবতার অনন্য এক শাব্দিক দৃষ্টান্ত বলা যেতে পারে।
গুড জব মি. ইলহাম। শুভ সন্ধ্যা।
অপার মুগ্ধতা প্রিয় কবি ইলহাম দা। সত্যই দারুণ লিখেছেন।
নিঃসন্দেহে চমৎকার একটি কবিতা। শুভেচ্ছা আর ভালোবাসা জানবেন ইলহাম ভাই।
কবি কবিত্ব নিয়ে দারুণ উপস্থাপন ! সত্যি প্রশংসনীয় !