কলংকিনী রাধা

আমি তোমার ঠোঁটে ঠোঁট গুঁজে দেবো
গায়ের গন্ধে মাতাল হবে তুমি
যেভাবে মাঝ রাস্তায় চেপে ধরে বলেছিলে
কেনো যাস ওদিকে ?

চরম বেলাল্লাপনায় ছি ছি করবে লোকে
তবু কলংকিনী রাধার মতো
তোমার কাছে রাত বিরাতে ছুটে যাবো –

সহস্র বছর শুয়ে থাকবো পাশাপাশি কবরে
যে কথা বলতে পারিনি লোক সমাজে
সে কথা উচ্চস্বরে বলবো
নিয়তির মতো করে —

13 thoughts on “কলংকিনী রাধা

  1. :) কবিতাটি পড়তেকিন্তু ভালো লেগেছে আপা। অভিনন্দন জানাচ্ছি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. কবিতা পাঠে মুগ্ধ হয়ে গেলাম। কবিকে আন্তরিক ধন্যবাদ ।

  3. নাজমুন আপা,
    বাবা, এতো আবেগের কবিতা লিখেছেন ! 
    আবেগ সব সময়ই সুন্দর ।কবিতাও তাই খুব সুন্দর হয়েছে।

    1. জ্বী ভাই । কবিতা মানেই তো আবেগ আর শব্দের ছড়াছড়ি । 

      শুভেচ্ছা জানবেন ।ভালো থাকবেন । 

মন্তব্য প্রধান বন্ধ আছে।