কামরাঙ্গা শীত
অভাবী স্বভাব কাপড় অভাব
শীত বড় ভয়, কুয়াশা তো নয়
কোথা পাই ঠাঁই
আগুন তো নাই
রেল গেটে মশা করে উৎপাত
শীত গুলো কেন বোঝে না তো জাত।
ও ধারেতে রাতে কম্বল হাতে
বাবু মশায় আছে, দেবে নাকি ভিক্ষা
এ কথাতো ঠিক, ভোটে কেনা বেচা,
এই ভাবে চলে তার প্রচারণা।
যাবো বলে ভাবি কিন্তু এ আঁখি
ভেজে কুয়াশায় অন্য সে ভাষায়
বোঝে এই মন, ফকিরের হাতে
ব্যঙের গুপ্তধন।
তবু এই গীতে কামরাঙ্গা শীতে
আলো জ্বেলে যায় চ্যানেলের লোক
খবরের ফাঁকে নিজেদের নিয়ে
শীত কেনা বেচা, তার বেশী ঝোঁক।
এই ধারা রোজ তবু চলে খোঁজ,
উষ্ণতা কোথা ধিকিধিকি বাঁচা
জীবনের খাঁচা উড়তে না পারা
চেষ্টা তো তবু নিজ পায়ে খাড়া।
কবিতাটি পড়লাম প্রিয় কবি বন্ধু খেয়ালী মন। আশা করবো ভালো আছেন।
বাস্তবতার কবিতা প্রিয় খেয়ালী ভাই।
… এটাই স্বস্তির। শুভেচ্ছা জানবেন প্রিয় মন দা।