যখন ট্রেন মিস করি

যখন ট্রেন মিস করি

ট্রেনের হুইসেল শুনে যতক্ষণে
ঘুম ভাঙলো
ততক্ষণে ছেড়ে চলে গেছে অনেক দূরে।

একটু দূরেই ল্যান্ডস্ক্যাপের উপর
গভীর ঘুমে আসন্ন
দিনের পাগলী টা।

পাশেই শুয়ে আছে কয়েকটি
বিড়ালের বাচ্চা।

একটু এগুতেই চোখ থমকে গেলো
দেওয়ালের পোস্টারে।

কাল সারাদিন তুমুল বৃষ্টি হবে শহর জুড়ে,
সকলে সব কাজ সেরে
আজ রাতেই ঘরে ফিরুন।

এখন রাত্রির মধ্যমা,
ঝরে পড়া শিশির,
আর ঝরা পাতা।

আমার চারপাশে বুদ্ধের
ভায়োলিন বাজায়।

ঠিক যেন এক অদ্ভুত মায়া পুরী।

চোখ মেলে তাকাতেই
ডাহুকীর পাখনায়
ভেসে ওঠে খুব চেনা চেনা
কিছু প্রিয় মুখ,প্রিয় ঘর,প্রিয় শৈশব,
আর সেই শৈশব স্মৃতি।

যখন ট্রেন মিস করি—তখন,
রুমালে চোখ মুছে আবার দাঁড়ায়
ঘরে ফিরার তাড়নায়
পরের ট্রেনের জন্যে।
সব কিছু ফেলে,
আজ ঘরে ফিরবোই ।

১১-০৩১৮

6 thoughts on “যখন ট্রেন মিস করি

  1. স্বাগত শুভেচ্ছা কবি সুজন হোসাইন ভাই। :) অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।