বেজন্মা স্বার্থপর
মাটির মায়া হারায় ভীষণ-
শুধু স্বার্থপর এই আকাশ
বাতাস, এই জলমাটি;
স্বার্থপর নয় শুধু এই মরণ,
এই দৃশ্যবিরল নীল! প্রণয় হিংসী-
তবুও বেজন্মা স্বার্থপর
রক্তবর্ণ আপন গহীনে-
আসা যাওয়া -মেঘ মাটি
নি:শ্বাসে স্বার্থপর খেলা!
অতঃপর এক্ষণেকে বেজন্মা স্বার্থপর।
০১ মাঘ, ১৪২৫, ১৪জানু’১৯
——————————–
লিখা এবং প্রচ্ছদ দ্বিমাত্রিক হলেও লিখন বাচন স্বতন্ত্র। অভিনন্দন মি. সরকার।
জ্বি মুরুব্বী দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন——-
অভিনন্দনের সাথে শুভেচ্ছাও থাকলো, প্রিয় কবি।
জ্বি বাবু দা
কাব্যপাঠে মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন——-
সুন্দর কবিতা। তবে লেখার সাথে শিরোনাম কতটা সাযুজ্য বোদ্ধা পাঠক ভাল বলতে পারবেন। তবে শিরোনামটি সামান্য সফিসটিকেটেড হলে মন্দ হতো না কবি বাবু।
জ্বি রিয়া দিদি
কাব্যপাঠে মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন——-
নি:শ্বাসে স্বার্থপর খেলা!
অতঃপর এক্ষণেকে বেজন্মা স্বার্থপর।
অভিনন্দন কবি লিটন ভাই। দারুণ।
জ্বি সৌমিত্র দা
কাব্যপাঠে মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন——-