আমি তুমি এবং আমি

আমি তুমি এবং আমি

কবে থেকে শুরু, সে হৃদয় টনটনে
আজ তা সত্যি মনে নেই – তবু
সব গল্প অল্প অল্প জানে, আমার শৈশব;

তোমার সাথে বোধহয় আর দেখা হবে না
আমাদের দুজনার পথ দু’রকম কাছে টানে না
কতবার একটি কথা বলতে গিয়ে থমকে গেছি
প্রতি রাতে মনে মনে নিবিড়ে তোমাকে ভেবেছি
অবসরে কল্পনায় মৃদু অভিমানও করেছি …

তুমি একদিন চলে গেলে ঈশ্বরের খোঁজে
বিশ্বাস করো, আমি ছিলাম তোমার খোঁজে
অনেক খুঁজে খুঁজে একদিন একটা পাহাড় পেয়েছি
সে পাহাড়ের খাঁজে খাঁজে কষ্ট দেখেছি
সে কষ্টের ভারে আমি বাঁধা পরে গেছি

আমাকে টেনে তোলার আবদার আজ করবো না
আমাকে ভালোবাসে কাছে টানার কথা বলবো না

শুধু একবার জানিও প্রিয়,
হৃদয় গহবরে তোমার কি ছিল টন টনে !!
এতগুলো বছর পরে যদি উত্তর খুঁজে না পাই
কি ছিল তা তোমার আমার, আমাকে জানিও প্রিয়।

10 thoughts on “আমি তুমি এবং আমি

  1. জানিনা কবি আশাবাদের এই আকুতিময় প্রত্যাশা কখনও পূরণ হবে কিনা … তবে কাব্য ভাবনার সারল্য অসাধারণ। অভিনন্দন কবি সাজিয়া আফরিন। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

  2. লেখাটিকে্আমার ভীষণ বাস্তবতায় জীবন থেকে নেয় মনে হলো বোন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  3. সাজিয়া আফরিন: আমাকে টেনে তোলা আবদার আজ করবো না

    আমাকে ভালোবেসে কাছে টানার কথা বলবো না 

    চমৎকার অভিমান ঝরে পড়েছে কবিতার পংক্তি মালায়।

    সুন্দর প্রকাশ প্রিয় কবি বন্ধু সাজিয়া আফরিন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. ঝড়ো হাওয়া মাতাল পাওয়া

    বৃষ্টির নৃত্যে যায় বিকাল

    স্বপন নদে পাল উড়িয়ে

    কে ধরেছে নৌকোর হাল?

             শুভেচ্ছা আপনাকে

     

মন্তব্য প্রধান বন্ধ আছে।