ছেঁড়া বিক্ষুব্ধের সংগোপন

ছেঁড়া বিক্ষুব্ধের সংগোপন

নিরালায় বসে ভাবছিলাম তোমার কথা …
জানি তোমার সে জগতে অবাঞ্ছিত আমাকে মনে পরে না
যে মানুষটা তোমার মনের যোজন যোজন দূরে বাস করে
ভাবছিলাম তাকে জড়িয়ে নিয়ে শুয়ে থাকো কি করে !!

ভীষণ ইচ্ছে, কবিতা দিয়ে একটা শহর জ্বালিয়ে দিলে মন্দ হতো না
অন্তত, ভালোবাসাহীন লক্ষাধিক লাশে দুর্গন্ধ ছড়াতো না
ঘুম ভেঙ্গে, চিবুক ছুঁয়ে তোমাকে আমার ছাইপাশ পড়তে হতো না
স্বপ্নের বাগানে কেউ কোনদিন রক্ত ঝরাতো না
যুগ যুগ ধরে শোষিত জনতা ক্ষুব্ধ হতো না
দূর্বার গর্জনে জয় বাংলার স্লোগান ম্লান হয়ে যেতো না।

আজ দিন শেষে তুমি … প্লিজ অনুশোচনা করো না
দেখনা প্রাণহীন শহরে কেউ আর চিৎকার করে কাঁদে না
কেউ আর উড়ো চিঠি দিয়ে মুক্তির স্বপ্ন দেখায় না।

বসে বসে ভাবছিলাম, তোমাকে নিয়ে আর ভাববো না
আজ থেকে তোমাকে নিয়ে আর কবিতা লিখবো না
হাহুতাশ, স্বপ্ন, কল্পনা মনের তুলিতে আল্পনা … না না আর না
ভালো থেকো আমার ভালোবাসা, ভালো থেকো বুক ছেঁড়া কান্না।

10 thoughts on “ছেঁড়া বিক্ষুব্ধের সংগোপন

  1. "হাহুতাশ, স্বপ্ন, কল্পনা মনের তুলিতে আল্পনা … না না আর না
    ভালো থেকো আমার ভালোবাসা, ভালো থেকো বুক ছেঁড়া কান্না।"

    ___ আশার ভাষা এখানেই কবি সাজিয়া আফরিন। অভিনন্দন জানবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. বেশ ভাল লেখেন আপনি। অন্তত যে কয়টি লেখা আপনার পড়ার সুযোগ হয়েছে আমার, তাতে এমনই বিশ্বাস জন্মেছে। আরও নিয়মিত লিখবেন প্রত্যাশা করি।

    ধন্যবাদ দিদি ভাই। :)

  3. ভীষণ ইচ্ছে ,কবিতা দিয়ে একটা শহর জ্বালিয়ে দিলে মন্দ হতো না….

    চমৎকার প্রকাশ কবি আপু আফরিন। মুগ্ধতা রেখে গেলাম।শুভেচ্ছা নিন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।