কে যাবি গোল্লায়
চলনা সবাই মিলে
পঞ্জিকা ছিঁড়ে ফেলে
উঁচুনীচু পথ পেলে
গোল্লায় যাই…
চল বুনো রোদ্দুরে
সুতো জাল ছিঁড়েখুঁড়ে
মনছায়া লাথি মেরে
গোল্লায় যাই…
যতসব রাজনীতি
পাড়াতুতো ভয়ভীতি
ভেঙে ফেলে পরিমিতি
গোল্লায় যাই…
অভিমান বাদ যাক
গ্রামার টা দূরে থাক
পাগল দিচ্ছে ডাক
গোল্লায় যাই…
বেশ অন্যরকম লাগল কবি দা
ধন্যবাদ কবি লিটন ভাই।
ইন্টারেস্টিং ছড়া পদ্য। অভিনন্দন প্রিয় কবি সৌমিত্র।
ধন্যবাদ প্রিয় ভাই।
চল বুনো রোদ্দুরে
সুতো জাল ছিঁড়েখুঁড়ে
মনছায়া লাথি মেরে
গোল্লায় যাই…
* অনেক সুন্দর প্রকাশ, প্রিয় কবি দাদা…
ধন্যবাদ প্রিয় কবি হুসাইন ভাই।