তোমার একটু ভুলের ঝোঁকে
বয়তে জীবন গভীর শোকে,
হয়তো বা নিরন্তন ঘোরে ঘানি
হয়তো বা মরু মনে ঝটকানি;
তা হতে পারে কখনো ভরা জোয়ার,
ক্ষণিকের আনন্দ দিয়ে দৃশ্য তার
নিঃশেষ, চির নিরন্তর অদৃশ্য বেশ
যা এক ছাড়া দুই ততোধিক বক্ষ দেশ।
তবে জীবনের একটু ঘাম ঝরা নয় এমন শ্রম
দিলে পেতে সঠিক জীবন অহেতুক অণুভ্রম।
4 thoughts on ““অহেতুক অণুভ্রম””
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কবিতায় অভিনন্দন কবি মি. কালাম হাবিব।
বেশ সুন্দর লিখেছেন,
চমৎকার। ধন্যবাদ।
কবি'র উত্তর নেই।