পড়ন্ত বিকেলে তোমার বড়ো ভয়

তোমার মনের মধ্যে ইদানীং পড়ন্ত
বিকেলকে নিয়ে বড়ো ভয়,
পড়ন্ত বিকেল মানেই সন্ধ্যে নামা,
দিনের আলো নিভে যেয়ে রাতের অন্ধকার। রাত নেমে আসে চরাচরে,
তুমি ভয় পাও অন্ধকার,
ঘর পোড়া গরুর মতো সিঁদুরে মেঘে,
তুমি আগুনের লেলিহান দেখো,
ভয় পেয়ে গুটিয়ে নিতে চাও,
ভালোবাসা আজো তোমার চেতনায়
এক নিস্ফল স্বপ্নের দোলাচল,
প্রতিটি সকাল, প্রতিটা ক্ষনে,
মনের ভিতরে ফুরিয়ে যাওয়ার যাতনা।

তোমার এই ফুরিয়ে যাওয়ার যাতনা,
পড়ন্ত বিকেলের ম্লান হয়ে আসা আলো, নিজের শুভারম্ভের ব্যর্থ ভালোবাসা,
কখনোই ভুলে যেতে চাও না,
বার বার তোমার ভয় মিশ্রিত জিজ্ঞাসা,
তুমি কি আমার প্রেমিক হতে চাও?
কি শ্লেষে, কি বিদ্বেষে!
আমি এক পড়ন্ত বিকেল,
জীবনের গান শোনাতে হাত বাড়াই,
ভালোবাসার গল্প শোনাই,
জীবনের মানে টুকু পাল্টাতে চাই,
তুমি আঁতকে উঠো নিজের অজান্তে।

১৮ই জানুয়ারী, ২০১৯ইং।

4 thoughts on “পড়ন্ত বিকেলে তোমার বড়ো ভয়

  1. আবারো একটি ভালো লাগার মতো কবিতা।

    শুভেচ্ছা মি. কাজী রাশেদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. মনোমুগ্ধকর কবিতা পাঠে সত্যি মুগ্ধ হলাম। শ্রদ্ধেয় রাশেদ দাদার জন্য শুভকামনা রইল।

মন্তব্য প্রধান বন্ধ আছে।