অত্যুজ্জ্বল স্বপ্ন

আমার ভাগ্যাকাশে ভালোবাসার চাঁদ দেখা দেয় গভীর নিশিতে
ওষ্ঠাগত জীবন সন্ধিক্ষণে রুধিরধারা প্রবাহিত হয় অতি নিঃশব্দে
প্রাণান্তকর জীবন সংগ্রামে ক্লান্তপ্রাণ হয়ে বৈঠা ভাসিয়ে দেই মধ্য সাগরে
ভেসে আসে তখন দূর হতে ইথারের তরঙ্গের সাথে আনন্দের বার্তা নব অরুণোদয়ে।

ঝড়ের সাথে তাল মেলাতে পারিনি নাকি চাইনি এপ্রশ্ন আজ অবান্তর
নিঃশব্দ ঝড় সশব্দ ঝড়ের চেয়ে কম শক্তি নিয়ে আসেনি ধরাদামে হয়ে মুখর
উন্মাদনার বজ্র হাতে সমাসীন হয়না কোন পথচারী, তাই এত ভয়
করুণ চোখের চাহনি যে ভয়ঙ্কর, তড়িতের চেয়েও দ্রুতময়।

সততার বিজয় ডঙ্কা বেজে ওঠুক রজনীর শেষ প্রহরে
ক্লান্ত পথিক রাতের আঁধারে বরণ করে নেবে তোমায় নিঃশব্দ ভালোবেসে
নিখাত ভালোবাসার মাঝে ম্রিয়মান স্বপ্ন অত্যুজ্বল স্বপ্নাকাশে
রচিতে বাসর অনন্ত পথের যাত্রী হয়ে আমি পাড়ি দেব আজ তারাদের দেশে।

7 thoughts on “অত্যুজ্জ্বল স্বপ্ন

  1. আপনার লিখায় বরাবরই মুগ্ধ হই প্রিয় কবি। ভালো থাকুন ভালো রাখুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. অনেক সুন্দর প্রিয় কবি দা। শুভেচ্ছা রইলো আপনার জন্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. মুহাম্মদ দিলওয়ার হুসাইন: পাঠে ভাললাগা রেখে গেলাম কবি বন্ধু।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।