কৌতুহলী হোক সোনামনি

কৌতুহলী হোক সোনামনি

একটি শিশু যত বেশি কৌতুহলী হবে, সে ততটাই বেশি শিখতে পারবে। কৌতুহলে যে শক্তি আছে তা আপনার শিশুকে অসংখ্য সমস্যা সমাধানের পথে এগিয়ে নিতে সাহায্য করে। এছাড়া এটি চিন্তা এবং মতপ্রকাশের শক্তিকে উন্নত করে। এর ফলে আপনার সন্তান সৃজনশীল মানুষে পরিণত হবে। তাই জেনে নিন সন্তানকে কৌতুহলী করার কিছু উপায়।

সন্তানকে হাঁটতে নিয়ে যান এবং আকাশ, গাছপালা দেখান। তাকে নানা ধরণের প্রশ্ন করুন এবং তাকে প্রশ্ন করতে শেখান।

সন্তানের আগ্রহকে সমর্থন করুন

সন্তান যেসব বিষয়ে আগ্রহ দেখায় সেগুলোকে প্রাধান্য দিন। প্রতিদিন সে বিষয়ে শেখান এবং সেই বিষয়ে বই কিনে দিন।

সহজ ও পরিষ্কার উত্তর দিন

সন্তান প্রশ্ন করলে তাকে সহজ ও পরিষ্কার উত্তর দিন। তাদের বোঝার ক্ষমতা অনুযায়ী প্রশ্নগুলোর উত্তর দিন। এমন কোনো উত্তর দিবেন না যা তাদের কাছে অপরিষ্কার তাহলে তারা পুরোপুরি সন্তুষ্ট হবে না।

লাইব্রেরির সাহায্য নিন

বিভিন্ন ধরণের কৌতুহল সম্পর্কে জানা এবং নতুন কৌতুহল সৃষ্টি করার মাধ্যম হলো বই। আপনার সন্তানকে লাইব্রেরিতে নিয়ে যান। তার পছন্দের বই দুইজন মিলে একসাথে পড়ুন।

পরিবেশ গড়ে তুলুন

সন্তানকে কৌতুহলী হতে সাহায্য করুন ও তেমন পরিবেশ করে দিন। তাকে নিরাপদ খেলনা এবং পরিবেশ দিন। কিছুদিন পরপর অবশ্যই তাকে বিভিন্ন রকম নতুন নতুন খেলনা কিনে দিবেন।

অনুধাবন করতে শেখান

সন্তান দিনে কী কী কাজ করে ও তার চারপাশে কী কী হয় তা তাকেই অনুধাবন করতে দিন। এতে সে বুঝতে শিখবে।

অতিরিক্ত শাসন করবেন না

সন্তানকে তার কাজগুলো মুক্তভাবে করতে দিন। কি করতে হবে, কি করতে হবে না এগুলো সব সময় বলে দেবেন না। তাকে নিজে থেকে চিন্তা করতে দিন। বেশি শাসনে সে মক্ত চিন্তা করতে পারবে না।

5 thoughts on “কৌতুহলী হোক সোনামনি

  1. কৌতুহলী হোক সোনামনি এমটা আমিও মনে প্রাণে চাই। শেয়ার করার জন্য ধন্যবাদ বোন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. "একটি শিশু যত বেশি কৌতুহলী হবে, সে ততটাই বেশি শিখতে পারবে। কৌতুহলে যে শক্তি আছে তা আপনার শিশুকে অসংখ্য সমস্যা সমাধানের পথে এগিয়ে নিতে সাহায্য করে। এছাড়া এটি চিন্তা এবং মতপ্রকাশের শক্তিকে উন্নত করে। এর ফলে আপনার সন্তান সৃজনশীল মানুষে পরিণত হবে।" সহমত।

মন্তব্য প্রধান বন্ধ আছে।