তবে কবিতা হ আমার কলমে
কাগজে কলম হিবিজিবি আঁক দিতেই
এক একজন এক এক ভাবে চেয়ে থাকে,
কাগজের দিকে;
গল্প-পোকা নতুন কোন গল্পের খোঁজে
ছবি-বোদ্ধার চোখে দুর্বোধ্য কোন ছবির বিমূর্ত মুগ্ধতা ফুটে ওঠে
কবিতা প্রেমী মেতে ওঠে অবোধ্য আঁকের নতুন এক কাব্যরসে;
কেও কেও আবার ভুরু কুঁচকে চেয়ে থাকে
কেও কেও বক্র হাসি হাসে
শ্লেষ্মার কটূক্তি শোনা যায় কারো কারো মুখে
কোথা থেকে জানি ঈর্ষাপোকা পোড়া গন্ধ ভেসে আসে;
আমি আঁকতে জানি না
লিখতে জানি না,
কখনো দাগ কাটে নি কেও আমার অনুভূতিতে;
তবুও মাঝে মাঝে কাটাকুটি খেলাতে যখনই কাগজে কলম ঘুরাই
তখনই খাতায় তোর জিজ্ঞাসার উঁকি,
আমাকে নিয়ে কবিতা লিখছ নাকি?
আমি সূর্য ভেঙে যাই খাদ্যাহ্নেষণে
প্রেমের খোঁজে তুই আমায় ভেঙে ভেঙে
আমি রাত ভেঙে যাই অমাবস্যা হাতে
তুই ভালোবাসা খুঁজিস মরা জ্যোৎস্নাতে;
অনেক ভালোবাসিস বুঝি?
তবে কবিতা হ
আমার কলমে।
'আমি সূর্য ভেঙে যাই খাদ্যাহ্নেষণে
প্রেমের খোঁজে তুই আমায় ভেঙে ভেঙে
আমি রাত ভেঙে যাই অমাবস্যা হাতে
তুই ভালোবাসা খুঁজিস মরা জ্যোৎস্নাতে;
তবে কবিতা হ আমার কলমে …' ….. অসাধারণ প্রিয় নির্বাসনের মানুষ।
মায়া ভরা লেখা।
জয় হোক কবিতার। জয় হোক ভালোবাসার।