অরূপের রূপ তুমিই জানো

অরূপের রূপ তুমিই জানো

আমাকে আমার কখনোই ভাল লাগেনি
সেই ছেলেবেলা থেকে আমার কানগুলো খরগোসের মতো
নাকের উপরকার তিলটা ভয়াবহ যন্ত্রনাদায়ক
আর চোখের ভাষা তো আমি নিজেই পড়তে পারিনি জীবনে।

গ্রীবায় একটা ভাঁজ যা দেখে মা বলেছিল নানাভাইয়ের ভাগ্য
আমার কেবলই মনে হতো আমি এদের কেউ নই
ভাইয়া বলেছিল, তোকে কুড়িয়ে পাওয়া মানুষ
আমি ওই ডাস্টবিনের পাশে দাঁড়িয়ে ছোট্ট আমাকে খুঁজতাম।

একবার প্রেম আমাকে ধোঁকা দিয়ে গেল দারুন
আমি বুঝবার চেষ্টা করছিলাম, ভুলটা কোথায়
দেখলাম, আমার হাত কচলানো ভঙ্গিটাই নচ্ছার
প্রেমের সামনে আমি যেন ক্রীতদাসের একটা পুরনো প্রতিচ্ছবি।

অনেক বছর পর আজ এক হকার আমায় টিটকিরি দিয়ে গেল
বাড়ী ফিরে আয়নায় নিজেকে মেলাতে গিয়ে হোঁচট খেলাম
এই আমিটা তো কক্ষনোই আমি ছিলাম না, হতেও চাইনি
এরপরেও কি তুমি বলবে, আমাকে তোমার দারুন লাগে!

16 thoughts on “অরূপের রূপ তুমিই জানো

  1. শুভেচ্ছা ধন্যবাদ প্রিয় কবি বন্ধু শাকিলা তুবা। শুভ সন্ধ্যা। :)

  2. প্রেমিকের চোখে প্রেমিকা অসাধারণ না হলে কি আর প্রেম হয় ? 

    কবিতা ভালো লাগছে । ভালোবাসা জেনো তুবা । 

  3. এরপরেও কি  তুমি বলবে,আমাকে তোমার দারুণ লাগে!

    চমৎকার প্রকাশ কবি বন্ধু শাকিলা তুবা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifশুভ রাত্রি।

  4. সুন্দর লেখনী। শব্দ চয়ন ও ভাষা প্রয়োগে সাবলীল।

    কবিতা পাঠে মুগ্ধ হলাম প্রিয়কবি।

     

    প্রিয়কবিকে আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানাই।

    সাথে থাকুন, পাশে রাখুন। আরও কবিতা লিখুন।

    আপনার লেখায় সমৃদ্ধ হোক আমাদের শব্দনীড়।

    জয়গুরু!জয়গুরু! জয়গুরু!

    1. আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। সমৃদ্ধ হোক আমাদের শব্দনীড়। এই জায়গাটা আমার ভীষণ পছন্দের। আমি শব্দনীড় ভালোবাসি দাদা। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।