অণুগল্পঃ শুধু পটে লিখা
‘কাল রাতের বেলা গান এলো মোর মনে
তখন তুমি ছিলে নাতো ছিলে না
তখন তুমি ছিলে না মোর সনে’*
গানটি বেজে উঠতেই, দশ দিক থেকে আবেগ মিতার ওপর ঝাঁপিয়ে পড়ে দখল নেয়। বাইরে ঝড়.. তুমুল বৃষ্টি.. টিনের চালে ঝমঝম শব্দ। ঘরে নিঃশব্দে প্রবেশ করা বিশেষ কেউ একজনের পদশব্দ, সেদিন কেউ শুনতে পায়নি।
এই গানটি বেজে চলেছিল সেই রাতেও। বাইরের লন্ডভন্ড প্রকৃতির সাথে সাথে একজন নারীও লন্ডভন্ড হয়েছিল সেই কেউ একজনের দ্বারা। বড্ড ভালোবাসত নারী তাকে। কিন্তু সেই একজন তাকে ভালোবাসেনি একটুও। তার কাছে নারী কেবলি ছিল একজন যুবতী, যার সুডৌল দেহে ইচ্ছেমত আলপনা আঁকা যায়।
এঁকেও ছিল সেই একজন।
তারপর…?
কেবলি এক নতজানু দীর্ঘশ্বাসের জীবন!
*কবিগুরুর গানের কলি।
অনেক সুন্দর মহ. আল মামুন ভাই। শুভ সন্ধ্যা।
ধন্যবাদ প্রিয় কবিদা'
শুভ সন্ধ্যা

আপনার লেখা আমাকে মুগ্ধ করে প্রিয় গল্প দা।
আপনার মুগ্ধতা লেখায় প্রেরণা হলো জানবেন প্রিয় রিয়াদি'

‘কাল রাতের বেলা গান এলো মোর মনে
তখন তুমি ছিলে নাতো ছিলে না
তখন তুমি ছিলে না মোর সনে’*
প্রিয় শব্দ এবং প্রিয় গীতিকাব্যের আবেশ। অভিনন্দন মি. মামুন।
ধন্যবাদ প্রিয় ভাইয়া।
এই গানটি আমার খুব পছন্দের। গানের কলিগুলি শুনেই গল্পটি লেখা।
শুভেচ্ছা…

অতি অল্পকথায় অনুগল্প সুন্দর হয়াছে
এঁকেও ছিল সেই একজন।
তারপর…?
কেবলি এক নতজানু দীর্ঘশ্বাসের জীবন!
* শুভরাত্রি।